• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বোন বোমা হলে দিদি দোদমা! শ্রাবন্তীর দিদিকে একবার দেখলেই চোখে ফেরানো দায়, রইল ছবি

Published on:

Take a look at Tollywood actress Srabanti Chatterjee’s elder sister Smita Chatterjee Ghosh

টলিউডের নামী অভিনেত্রীদের (Tollywood actress) মধ্যে একজন হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তাঁকে চেনেন না এমন বাঙালি দর্শক সত্যিই খুঁজে পাওয়া খুব কঠিন। কাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- বহুবার বহু কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন তিনি। যদিও নেটপাড়ায় তাঁকে নিয়ে বেশি চর্চা হয় ব্যক্তিগত জীবনের কারণেই।

টলিউডে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলা শ্রাবন্তী স্ক্রিন শেয়ার করেছেন প্রায় প্রত্যেক প্রথম সারির অভিনেতাদের সঙ্গে। টলিউডের দুই সুপারস্টার জিৎ এবং দেবের সঙ্গে তাঁর জুটি দর্শকদের বেশ পছন্দের। যদিও এতটা সময় ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলার পরেও তাঁর কাজের থেকে লোকের বেশি আগ্রহ ব্যক্তিগত জীবন নিয়ে।

Tollywood actress Srabanti Chatterjee takes a dig at trolls

যদিও আজকের এই প্রতিবেদনটি টলি ডিভা শ্রাবন্তীকে নিয়ে নয়, বরং তাঁর সুন্দরী দিদিকে (Srabanti Chatterjee elder sister) নিয়ে। অনেকেই হয়তো জানেন না, শ্রাবন্তীর খুব সুন্দরী এক দিদিও রয়েছেন। দিদির সঙ্গে বোনের দারুণ মিলও। জীবনের প্রতিটি পদক্ষেপে বোন শ্রাবন্তীর পাশে থেকেছেন তিনি। অভিনেত্রীকে সাহস যুগিয়েছেন।

জানিয়ে রাখি, ‘ফাইটার’ অভিনেত্রী শ্রাবন্তীর দিদির নাম স্মিতা চট্টোপাধ্যায় ঘোষ (Smita Chatterjee Ghosh)। রূপ এবং হটনেসের দিক থেকে যদি বলা হয়, তাহলে যে কোনও টলি অভিনেত্রীকে গুনে গুনে দশ গোল দিতে পারবেন তিনি। ঠিক এতটাই সুন্দরী স্মিতা।

Srabanti Chatterjee sister, Smita Chatterjee Ghosh

সম্প্রতি দিদির সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। সেটির ক্যাপশনে লাল হৃদয়ের ইমোজি সহযোগে লিখেছিলেন, ‘বোনেরা’। তখনই অনুরাগীরা জানতে পারেন, টলি সুন্দরীর একজন দিদিও রয়েছে। দুই বোনকে একসঙ্গে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Srabanti Chatterjee sister, Smita Chatterjee Ghosh

একের পর এক কমেন্ট করে শ্রাবন্তীর দিদিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। অনেকে তো এও বলেছেন, রূপের দিক থেকে স্মিতা নিজের বোন শ্রাবন্তীকেই টেক্কা দিতে পারেন। কেউ কেউ আবার বলেছেন, টলি সুন্দরীর দিদিও চাইলে নায়িকা হতেই পারতেন।

অবশ্য প্রচণ্ড সুন্দরী হলেও শ্রাবন্তীর দিদি স্মিতা লাইমলাইট থেকে দূরে থাকতেই ভালোবাসেন। স্বামী, সন্তান ও সংসার নিয়েই ব্যস্ত তিনি। অপরদিকে তাঁর বোন চুটিয়ে কাজ করছেন টলিউডে। নিজের অভিনয় দক্ষতা মাধ্যমে জয় করছেন দর্শকদের মন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥