• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমা ফ্লপ হলেও পকেট ভরা চাই! ‘Lal Singh Chadda’র জন্য এত কোটি পেলেন আমির-করিনা সহ বাকিরা

সম্প্রতি মুক্তি পেয়েছে অদ্বৈত চন্দন পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেকে অভিনয় করেছেন আমির খান, করিনা কাপুর খান-সহ বলিউডের একাধিক জনপ্রিয় তারকা। তবে বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে সিনেমাটি। অবশ্য তাতে অভিনেতা-অভিনেত্রীদের (Actors) কোনও ক্ষতি কিন্তু হয়নি। এই একটি সিনেমায় অভিনয় করে কয়েক কোটি ঘরে তুলেছে আমির-করিনারা। আজকের প্রতিবেদনে ‘লাল সিং চাড্ডা’য় অভিনয়ের জন্য কে কত টাকা পারিশ্রমিক (Salary) নিয়েছে তা তুলে ধরা হল।

মানব ভিজ (Manav Vij)- ‘লাল সিং চাড্ডা’য় দুর্দান্ত অভিনয় করেছেন অভিনেতা মানব ভিজ। বলিউড এবং পাঞ্জাবি ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই অভিনেতা নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকমনে দাগ কেটেছেন। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন মানব।

   

Manav Vij in Laal Singh Chaddha

মোনা সিং (Mona Singh)- অদ্বৈত চন্দনের ছবিতে আমির খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন মোনা সিং। টেলিভিশন এবং বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী আমিরের মায়ের চরিত্রে অভিনয় করে আদায় করে নিয়েছেন দর্শকদের প্রশংসা। শোনা যাচ্ছে, মোনা এই ছবির জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।

Mona Singh in Laal Singh Chaddha

নাগা চৈতন্য (Naga Chaitanya)- তেলেগু ইন্ডাস্ট্রির সুপারস্টার নাগা চৈতন্য এই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। ছবিতে আমিরের আর্মির সহকর্মী বালারাজু মোদীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নাগা এই ছবির জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Naga Chaitanya in Laal Singh Chaddha

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন করিনা। তাঁর পারিশ্রমিকও আকাশছোঁয়া। ‘লাল সিং চাড্ডা’য় আমিরের প্রেমিকা হিসেবে দেখা গিয়েছে তাঁকে। ‘তলাশ’, ‘৩ ইডিয়টস’এর পর ফের এই ছবিতে জুটি বেঁধেছেন আমির এবং করিনা। জানা গিয়েছে, করিনা এই ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ৮ কোটি টাকা নিয়েছেন।

Kareena Kapoor Khan in Laal Singh Chaddha

আমির খান (Aamir Khan)- বলিউড সুপারস্টার আমির খান ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি বক্স অফিসে ঝড় তুলতে ব্যর্থ হলেও, নিজের অভিনয়ের মাধ্যমে ফের দর্শকদের ইমপ্রেস করেছেন তিনি।

Laal Singh Chaddha

‘মিস্টার পারফেকশনিস্ট’ এই ছবির জন্য ২০ কেজি ওজন কমানো থেকে শুরু করে লম্বা দাঁড়ি রাখা- সব কিছুই করেছেন। শোনা যাচ্ছে, আমির ‘লাল সিং চাড্ডা’র জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক হিসেবে নিয়েছেন।