• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাইকে টেক্কা দিয়ে ঝড় উঠবে TRP লিস্টে! রইল ‘হরগৌরী পাইস হোটেল’ সিরিয়ালের নায়িকার আসল পরিচয়

Published on:

Take a look at the real identity of Haragouri Pice Hotel actress Suvosmita Mukherjee

গত কয়েক মাসের মধ্যেই স্টার জলসার (Star Jalsha) বহু জনপ্রিয় সিরিয়াল একের পর এক বন্ধ হয়ে গিয়েছে। ‘বৌমা একঘর’, ‘মন ফাগুন’এর পর এবার বন্ধ হতে চলেছে ‘আয় তবে সহচরী’। সেই জায়গায় আসতে চলেছে একেবারে নতুন এক সিরিয়াল। ‘হরগৌরী পাইস হোটেল’ (Haragouri Pice Hotel) নামের সেই  ধারাবাহিকের প্রোমো আগেই দেখানো শুরু হয়ে গিয়েছিল। এবার প্রকাশ্যে এল সেই সিরিয়াল সম্প্রচারের টাইমিং।

‘হরগৌরী পাইস হোটেল’এর প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ ছিল দেখার মতো। সঙ্গেই নজর কেড়েছিলেন মিষ্টি দেখতে নায়িকাও। নায়ক রাহুল মজুমদার টেলিভিশনের দুনিয়ার চেনা মুখ হলেও নায়িকা নবাগতা। কে তিনি? অনেকের মনেই ঘুরছিল এই প্রশ্ন। আজকের এই প্রতিবেদনে সেই খবরই দেওয়া হল।

Haragouri Pice Hotel

শোনা যাচ্ছে, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে ‘হরগৌরী পাইস হোটেল’এর সম্প্রচার। রাত ১০টার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। অর্থাৎ ‘আয় তবে সহচরী’ যে সময় দেখানো হয়, সেই সময়ই দেখানো হবে এই সিরিয়াল। মুখ্য চরিত্রে রয়েছেন, জনপ্রিয় টেলি অভিনেতা রাহুল মজুমদার এবং নবাগতা অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় (Suvosmita Mukherjee)।

Suvosmita Mukherjee

‘হরগৌরী পাইস হোটেল’এর প্রোমো দেখার পর অনেকেই ভেবেছিলেন এটি হয়তো ‘তোমার আমায় মিলে ২’। তবে রাহুল জানিয়েছেন, তা নয়। একেবারেই নতুন গল্প দেখানো হবে এই ধারাবাহিকে। আর এরপর থেকেই দর্শকদের আগ্রহ যেন আরও অনেকটা বেড়ে গিয়েছে। বিশেষত নবাগতা নায়িকাকে নিয়ে।

Suvosmita Mukherjee

জানিয়ে রাখি, ‘হরগৌরী পাইস হোটেল’ নায়িকা ঐশানী তথা অভিনেত্রী শুভস্মিতার এটিই প্রথম সিরিয়াল। তবে ছোট পর্দায় এই প্রথম কাজ হলেও এর আগে অবশ্য ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। একাধিক মিউজিক ভিডিওয় কাজ করার পাশাপাশি বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্মেও দেখা গিয়েছে শুভস্মিতাকে।

Suvosmita Mukherjee

জানা গিয়েছে, শুরু থেকেই শুভস্মিতার ইচ্ছা ছিল মডেল হওয়ার। কেরিয়ার শুরুও করেছিলেন মডেলিং দিয়েই। কলেজে থাকাকালীনই একাধিক ফ্যাশান শো’য়ের খেতাব জিতেছিলেন এই সুন্দরী অভিনেত্রী। এরপর থেকেই মিউজিক ভিডিও, ওটিটি প্ল্যাটফর্মে কাজের দরজা খুলে যায়। এবার পা রাখলেন টেলিভিশনের দুনিয়ায়। এবার দেখার, ‘হরগৌরী পাইস হোটেল’এর ঐশানী হয়ে শুভস্মিতা দর্শকদের মন জয় করতে পারেন কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥