• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ ৩০০০ কোটি, কেউ ১৪০০ কোটি টাকার মালিক! থালাইভা থেকে আল্লু, রইল দক্ষিণী তারকাদের সম্পত্তির তালিকা

Published on:

Take a look at the net worth of famous south Indian superstars

এই মুহূর্তে বলিউড তারকাদের জনপ্রিয়তার নিরিখে জোর টেক্কা দিচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেতারা (South Indian actors)। সাউথের এক একটি ছবিও বক্স অফিস কালেকশনের নিরিখে বলিউডকে প্রচুর পিছনে ফেলে দিচ্ছেন। তবে শুধুমাত্র সাউথের ছবি এবং তারকাদের জনপ্রিয়তাই নয়, সাউথের শিল্পীরা ধন সম্পত্তির নিরিখেও কিন্তু অনেক বলিউড অভিনেতাদের ফেল করিয়ে দেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির পাঁচ সুপারস্টারের সম্পত্তির হিসেব (Net worth) তুলে ধরা হল।

থালাপতি বিজয় (Thalapathy Vijay)- তালিকার প্রথম নামটিই হল সাউথ ইন্ডাস্ট্রির নামী সুপারস্টার থালাপতি বিজয়ের। ৪৮ বছর বয়সি এই অভিনেতা ‘থেরি’, ‘বিস্ট’, ‘সরকার’-সহ বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। ঝুলিতে রয়েছে বহু পুরস্কারও। জানা যায়, সাউথের এই নামী অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৯০ কোটি টাকা।

Thalapathy Vijay

আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ ছবির মাধ্যমে দর্শক মনে ঝড় তোলা অভিনেতা আল্লু অর্জুনের নামও তালিকায় রয়েছে। শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করে এখন নায়ক হিসেবে দর্শক মনে রাজত্ব করছেন আল্লু। প্রায় ৪ দশক দীর্ঘ কেরিয়ারে কত যে সুপারহিট ছবিতে আল্লু অভিনয় করেছেন তা গুনে শেষ করা যাবে না। শোনা গিয়েছে, সাউথ ইন্ডাস্ট্রির এই নামী অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৩৫০ কোটি টাকা।

Allu Arjun

রজনীকান্ত (Rajinikanth)- তালিকার তৃতীয় নামটিই হল সুপারস্টার রজনীকান্তের। এই দক্ষিণী অভিনেতাকে অবশ্য ‘থালাইভা’ হিসেবে সম্বোধন করে থাকেন অনুরাগীরা। সাউথের পাশাপাশি বলিউডের বহু সুপারহিট ছবিতেও অভিনয় করেছেন রজনীকান্ত। জানা গিয়েছে, দুই ইন্ডাস্ট্রি কাঁপানো এই অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ ৪১০ কোটি টাকা।

Rajinikanth

রাম চরণ (Ram Charan)- তালিকায় নাম রয়েছে ‘আরআরআর’ ছবির মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে দেওয়া অভিনেতা রাম চরণেরও। সাউথের ৩৭ বছর বয়সি এই সুদর্শন অভিনেতা নিজের কেরিয়ারে অভিনয় করেছেন ‘মগধীরা’, ‘ইয়েভাড়ু’, ‘আচার্য’র মতো বহু সুপারহিট ছবিতে। শোনা যায়, সেই রাম চরণের মোট সম্পত্তির পরিমাণ ১৩৫০ কোটি টাকা।

Ram Charan

নাগার্জুন (Nagarjuna)- শীঘ্রই মুক্তি পেতে চলা বিগ বাজেট বলিউড সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’য় দেখা যাবে সাউথের এই সুপারস্টারকে। ৬৩ বছর বয়সি এই অভিনেতাকে ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Nagarjuna

সাউথের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় নাম থাকা নাগার্জুন নিজের কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। সেই তালিকায় নাম রয়েছে ‘রবারি’, ‘মাস’, ‘বাঙ্গারাজু’র মতো ছবির। জানা গিয়েছে, দক্ষিণী ইন্ডাস্ট্রির এই নামী সুপারস্টারের মোট সম্পত্তির পরিমাণ ৩০০০ কোটি টাকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥