কমেডির দুনিয়ার জনপ্রিয় তারকাদের তালিকায় ওপরের দিকেই থাকবে রাজু শ্রীবাস্তবের (Raju Srivastav) নাম। নিজের স্ট্যান্ড আপ কমেডির মাধ্যমে তিনি যে কত মানুষের মুখ হাসি ফুটিয়েছেন তা গুনে শেষ করা যাবে না। তবে এখন সেই রাজুই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
৫৮ বছর বয়সি রাজু গত বুধবার জিমে শরীরচর্চা করার সময় হঠাৎই অজ্ঞান হয়ে যান। এরপর তাঁকে তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন কমেডির দুনিয়ার শাহরুখ খান। প্রতি মুহূর্তে তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করছেন অনুরাগীরা।
মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া রাজু প্রচুর কষ্ট করে সাফল্যের শিখরে পৌঁছেছেন। লড়াই, সংঘর্ষ করেই আজ বলিউডের এক নামী তারকা হয়েছেন তিনি। সেই সঙ্গেই আদায় করে নিয়েছেন নাম, যশ খ্যাতিও। শুধুমাত্র লোক হাসিয়েই আজ কয়েক কোটি টাকার মালিক (Raju Srivastav net worth) এই জনপ্রিয় কমেডিয়ান।
১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। তাঁর পিতা রমেশ চন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। ‘বলাই কাকা’ নামেই ছিল তাঁর পরিচিতি। লেখালেখির পরিবেশে বড় হওয়া রাজু ছেলেবেলা থেকেই স্বপ্ন দেখতেন কমেডিয়ান হওয়ার। মিমিক্রি করার দুর্দান্ত ক্ষমতা ছোট থেকেই ছিল তাঁর মধ্যে।
কেরিয়ারের শুরুতে বহু স্টেজ শো, টিভি শো’য় কাজ করেছেন রাজু। তবে ‘বিগ বি’ অমতাভ বচ্চনের দুর্দান্ত মিমিক্রি করে পেতে থাকেন সাফল্য। হয়ে ওঠেন বলিউডের এক নামী তারকা। একাধিক সুপারহিট সিনেমা, রিয়্যালিটি শো, বিজ্ঞাপনে দেখা গিয়েছে ‘কমেডি বাদশা’কে। এছাড়া স্ট্যান্ড আপ কমেডি শো তো রয়েছেই।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা রাজু আজ কয়েক কোটি টাকার মালিক। শুধুমাত্র লোক হাসিয়েই এই অর্থ উপার্জন করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায়, ‘কমেডি বাদশা’ রাজু শ্রীবাস্তবের বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা।