• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জন্মেই কোটিপতি! স্কুলে পড়তেই এলাহী বাড়ি গাড়ির মালিক, রইল শাহরুখপুত্র আব্রামের সম্পত্তির পরিমাণ

Published on:

Take a look at the net worth of Bollywood superstar Shah Rukh Khan’s son AbRam Khan

দেখতে দেখতে বলিউডে (Bollywood) তিন দশক কাটিয়ে ফেলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। দর্শকদের থেকে আদায় করেছেন বিপুল ভালোবাসা, খ্যাতি, সম্মান। এবার শীঘ্রই বলিপাড়ায় ডেবিউ করতে চলেছে তাঁর তিন সন্তানও! হ্যাঁ, ঠিকই দেখছেন। আরিয়ান এবং সুহানার বলিউড ডেবিউর খবর আগেই জানা গিয়েছিল। তবে এবার ‘কিং খান’এর ছোট ছেলে আব্রামের (AbRam Khan) বলিউড ডেবিউর খবর শোনা যাচ্ছে।

শাহরুখের ছোট ছেলের বয়স মাত্র ৯ বছর। এই বয়সেই তাঁর যা জনপ্রিয়তা তা অনেক তারকা সন্তান তো বটেই, অনেক বলিউড তারকারও নেই। বলিপাড়ার বহু সেলেবকে জনপ্রিয়তার নিরিখে গুনে গুনে দশ গোল দিতে পারে পুঁচকে আব্রাম। আর খান পরিবার এবং শাহরুখ ভক্তদের তো সে ‘নয়নের মণি’।

Shah Rukh Khan and AbRam Khan

এবার শোনা যাচ্ছে, শীঘ্রই বলিউডে এন্ট্রি নিতে চলেছে ৯ বছরের খুদে আব্রাম। অন্তত বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে তো এমনটাই জানা যাচ্ছে। শাহরুখ অনুরাগীরাও অবশ্য এমনটাই দাবি করছেন। অবশ্য শুধু এটুকুই নয়, খোদ ‘কিং খান’ও একবার তাঁর ছোট ছেলের বলিউড ডেবিউর ইঙ্গিত দিয়েছিলেন।

তবে তখন এমনটা হয়নি। স্রেফ শাহরুখ অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে বাবার সঙ্গে একটু কোমর দোলাতে দেখা গিয়েছিল পুঁচকে আব্রামকে। তবে শাহরুখের ছোট ছেলে সত্যিই এবার বলিউড ডেবিউ করতে চলেছেন কিনা তা জানতে খানিকটা সময় অপেক্ষা করতে হলেও আজ একটু জেনে নেওয়া যাক ৯ বছরের এই পুঁচকে এই মুহূর্তে কত সম্পত্তির মালিক।

Shah Rukh Khan and AbRam Khan

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এখনই আব্রাম যে পরিমাণ সম্পত্তির মালিক তা অনেক মানুষ সারা জীবন পরিশ্রম করেও উপার্জন করতে পারেন না। হ্যাঁ, ঠিকই দেখছেন। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, শাহরুখের পুঁচকে ছেলে এখনই ১.৫ মিলিয়নের মালিক। ভারতীয় মুদ্রায় সেই সম্পত্তির পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। যা কিনা আর পাঁচজন ৯ বছরের শিশু তো বটেই, এমনকি বহু তারকার থেকেও বেশি।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৭ মে সারোগেসির মাধ্যমে আব্রামের জন্ম হয়। এরপর থেকে শাহরুখ-গৌরীর তো বটেই, তাঁদের সকল ভক্তদেরও ‘নয়নের মণি’ হয়ে উঠেছে সে। সম্প্রতি আবার মুম্বইয়ে আয়োজিত একটি তাইকোন্ডো প্রতিযোগীতায় বিজয়ী হয়েছে ছোট্ট আব্রাম। সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে সেই টুর্নামেন্টের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥