• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দৌলতেই কোটিপতি, এলাহী বাড়ি গাড়ির পাশাপাশি কয়েক কোটির গাউনও রয়েছে ক্যাটরিনার

Published on:

Take a look at the net worth of bollywood actress Katrina Kaif

বলিউডের নামী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) গত প্রায় দু’দশক ধরে বলিউডের রাজত্ব করছেন। তাই স্বাভাবিকভাবেই এই অভিনেত্রী যে ইন্ডাস্ট্রির বড়লোক নায়িকাদের মধ্যে একজন হবেন তা খানিক জানা কথা। শোনা যায়, প্রত্যেক ছবির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন। সেই সঙ্গেই প্রত্যেক বিজ্ঞাপনের জন্য আগের বিজ্ঞাপন থেকে ৪০ শতাংশ বেশি পারিশ্রমিক নেন অভিনেত্রী।

উপার্জনের নিরিখে শীর্ষে থাকা অভিনেত্রীদের মধ্যে একজন ক্যাটের সম্পত্তির পরিমাণও আকাশছোঁয়া হবে তা জানা কথাই। দেশের পাশাপাশি বিদেশে বাড়ি রয়েছে ভিকি কৌশলের ঘরণীর। সেই সঙ্গেই দামি গাড়ি থেকে কোটি টাকার পোশাক- কী নেই তাঁর কাছে। আজকের এই প্রতিবেদনে বলি সুন্দরীর সম্পত্তির হিসেব (Net worth) তুলে ধরা হল।

Katrina Kaif

২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউড ডেবিউ হয়েছিল ক্যাটের। সেই ছবি ফ্লপ হয়েছিল। এরপর একটি তেলেগু ছবিতী অভিনয় করে ফের বলিউডে ফিরে আসেন অভিনেত্রী। এরপর থেকেই একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করা শুরু করেন ক্যাট। ‘নমস্তে লন্ডন’, ‘ওয়েলকাম’, ‘দে দনা দন’, ‘এক থা টাইগার’-সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। সেই সঙ্গেই কামিয়েছেন প্রচুর অর্থও।

Katrina Kaif

বিভিন্ন সূত্র মারফৎ জানা যায়, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ৩০৬ কোটি টাকা। কয়েকশো কোটির মালকিন এই অভিনেত্রীর দেশের একাধিক স্থানে বেশ কিছু সম্পত্তি, ফ্ল্যাট কেনা রয়েছে। যেমন, মুম্বইয়ের বান্দ্রায় ৮ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। এছাড়াও লোখন্ডওয়ালা, অন্ধেরিতেও কয়েক কোটির ফ্ল্যাট রয়েছে তাঁর। বেশ কয়েকটি ফ্ল্যাট ছাড়াও বান্দ্রায় ক্যাটরিনার একটি পেন্টহাউসও রয়েছে। সম্প্রতি আবার লন্ডনে সাত কোটি টাকা দিয়ে একটি বাংলো কিনেছেন অভিনেত্রী।

Katrina Kaif in her house

একাধিক বাড়ির মতোই বলি সুন্দরীর কাছে রয়েছে একাধিক দামী গাড়িও। প্রায় আড়াই কোটির রেঞ্জ রোভার থেকে শুরু করে ৮০ লাখের অডি, ক্যাটের গ্যারেজে সাজানো রয়েছে একাধিক লাক্সারি গাড়ি। এক ঝলক দেখলে চোখ ধাধিয়ে যাওয়া প্রায় নিশ্চিত।

Katrina Kaif car

অবশ্য ক্যাটের সংগ্রহে একাধিক দামি বাড়ি, গাড়ি ছাড়াও রয়েছে বেশ কিছু দামি পোশাক। দামি ব্রান্ডেড গাউনের শখ রাখেন অভিনেত্রী। সেই কারণে বিদেশি নানান ডিজাইনারের পোশাক মাঝেমধ্যেই পরতে দেখা যায় তাঁকে। একবার ইটালির নামী এক ডিজাইনার বলি সুন্দরীকে ২ কোটি ৬২ লাখ টাকা দিয়ে একটি পোশাক উপহার দিয়েছিলেন। এছাড়াও ‘ব্যাং ব্যাং’ ছবির শ্যুটিংয়ের সময় এক কোটি টাকার দু’টি গাউন কিনেছিলেন। সেগুলিও এখন নায়িকার সংগ্রহে রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥