• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার মতই প্রতিভাবান ‘বালিকা বধূ’তে করেছেন অভিনয়, রইল নাসিরুদ্দিন শাহ কন্যার ভাইরাল ছবি

Updated on:

Naseeruddin shah beautiful daughter photos

বলিউডের এভারগ্রিন এবং অন্যতম দুর্দান্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ৭২ বছর বয়সি এই অভিনেতা একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। এখন হাতেগোনা কিছু প্রোজেক্টে তাঁকে দেখা গেলেও, এক সময় বলিউডে দাপিয়ে কাজ করেছেন তিনি।

নাসিরুদ্দিনের জন্ম ১৯৫০ সালের ২০ জুলাই। উত্তর প্রদেশে জন্ম অভিনেতার। ১৯৭৫ সালে অভিনয় দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথমে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও নিজের অভিনয়ের সৌজন্যে ধীরে ধীরে নায়কের চরিত্রে কাজ করা শুরু করেন তিনি। নিজের কেরিয়ারে ‘পহেলি’, ‘একবাল’, ‘ম্যায় হু না’, ‘মোহরা’, ‘দ্য ডার্টি পিকচার’-সহ বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন।

Naseeruddin Shah

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি বি টাউনের এই জনপ্রিয় অভিনেতা নিজের ঠোঁটকাটা স্বভাবের জন্যেও দর্শকদের মধ্যে সুপরিচিত। অভিনেতার ব্যক্তিগত জীবনও কম চর্চিত নয়। মাত্র ১৯ বছর বয়সে নাসিরুদ্দিন ৩৪ বছর বয়সি পাকিস্তানি কন্যা পরভিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের একটি কন্যাও (Naseeruddin Shah daughter) রয়েছে।

মেয়ের জন্মের পর থেকে নাসিরুদ্দিন এবং পরভিনের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এরপর মেয়েকে নিয়ে পরভিন পাকিস্তানে ফেরত চলে যান। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনেত্রী রত্না পাঠক শাহের সঙ্গে সাত পাক ঘোরেন অভিনেতা।

Naseeruddin Shah and Ratna Pathak Shah

নাসিরুদ্দিন এবং রত্নার দুই ছেলে ইমাদ শাহ এবং ভিভান শাহ বলিউডের পরিচিত মুখ। অভিনেতার প্রথম পক্ষের মেয়ে হিবাও (Heeba Shah) কিন্তু বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। তবে অনেকেই জানেন না, হিবা আসলে বলিউডের এই নামী অভিনেতার কন্যা।

Heeba Shah

নাসিরুদ্দিনের মেয়ে হিবার বয়স এখন ৫২। তবে এই বয়সেও বেশ গ্ল্যামারাস দেখতে তাঁকে। মা পরভিনের মৃত্যুর পর সে এখন বাবার কাছেই থাকে। পাশাপাশি অভিনয়কেই বেছে নিয়েছেন কেরিয়ার হিসেবে।

Heeba Shah in Balika Badhu

একাধিক সুপারহিট সিরিয়াল, সিনেমা, সিরিজে অভিনয় করেছেন হিবা। জনপ্রিয় ধারাবাহিক ‘বালিকা বধূ’তে দাদিসার অল্প বয়সের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন। এছাড়াও ‘আফসোস’-সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করেছেন হিবা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥