• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিদ্ধার্থ-করণের প্রেম থেকে ক্লাস নাইনে প্রেগন্যান্ট করিনা! রইল কেচ্ছাময় বলিউডের ৮ অজানা কাহিনী

Published on:

Kareena Kapoor pregnency in class 9 to karan sidharth relation 8 controversy of bollywood

বলিউড তারকারা (Bollywood celebs) মাঝেমধ্যেই নানান কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন। কখনও তাঁদের নিয়ে চলতে থাকা গুঞ্জন সত্যি হয়, আবার কখনও তা হয় ডাহা মিথ্যে। আজ বলিউডের ইতিহাসের এমনই ৮ গুঞ্জনের (Rumours) বিষয়ে এই প্রতিবেদনে তুলে ধরা হল, যা শুনে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় নেই।

রাজ কাপুর এবং নার্গিস দত্ত (Raj Kapoor and Nargis Dutt)- বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ডিম্পল কাপাডিয়া। সেই অভিনেত্রীর জন্ম পরিচয় নিয়েই একবার গুঞ্জন শোনা গিয়েছিল। গুঞ্জন উঠেছিল, ডিম্পল নাকি অভিনেতা রাজ কাপুর এবং অভিনেত্রী নার্গিস দত্তের মেয়ে।

Raj Kapoor and Nargis

শত্রুঘ্ন সিনহা এবং রিনা রায় (Shatrughan Sinha and Reena Roy)- শত্রুঘ্ন সিনহা এবং রিনা রায়ের প্রেমের চর্চা এখনও বলিপাড়ার কান পাতলেই শোনা যায়। এই দুই তারকাকে নিয়ে একবার গুঞ্জন শোনা গিয়েছিল যে, অভিনেত্রী সোনাক্ষী সিনহা নাকি শত্রুঘ্ন এবং রিনার মেয়ে।

Shatrughan Sinha and Reena Roy

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন করিনা। মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেন রণধীর কন্যা। সেই করিনাকে নিয়ে একবার গুঞ্জন শোনা গিয়েছিল যে তিনি নাকি নবম শ্রেণিতে পড়াকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন।

Kareena Kapoor Khan angry

অজয় দেবগণ এবং কাজল (Ajay Devgn and Kajol)- বলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে একজন হলেন অজয় এবং কাজল। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’এর সময় এই তারকা জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল। শোনা যায়, অজয়ের গোপন পরকীয়ার খবর জানতে পারার পর নাকি তাঁকে ডিভোর্স দিতে চলেছেন বলি সুন্দরী।

Ajay Devgn and Kajol

করণ জোহর এবং সিদ্ধার্থ মলহোত্রা (Karan Johar and Sidharth Malhotra)- ধর্মা প্রোডাকশন হাউসের কর্ণধার করণ কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেনই। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি মুক্তির পর যেমন তাঁর এবং অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রার প্রেমের গুঞ্জনে ছেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমগুলি।

Karan Johar and Sidharth Malhotra

ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ক্যাটরিনা। ভিকি কৌশলের ঘরণীর ব্যাপারেই একবার শোনা গিয়েছিল, তিনি নাকি নকল পাসপোর্ট নিয়ে ভারতে থাকেন।

Katrina Kaif angry

সুস্মিতা সেন এবং অনিল অম্বানী (Sushmita Sen and Anil Ambani)- বলি সুন্দরী সুস্মিতা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে নানান গুঞ্জন শোনা যেতেই থাকে। একবার যেমন বঙ্গ তনয়া এবং অনিল অম্বানীর প্রেমের খবরে ছেয়ে গিয়েছিল সংবাদমাধ্যমগুলি।

Anil Ambani and Sushmita Sen

মহেশ ভাট এবং পূজা ভাট (Mahesh Bhatt and Pooja Bhatt)- বলিউডের অন্যতম বিতর্কিত পরিচালকদের মধ্যে একজন হলেন মহেশ ভাট। বহুবার বহু বিতর্কে নাম জড়িয়েছে তাঁর।

Alia Mahesh and Pooja

ব্যক্তিগত জীবনের কারণে বারংবার সনবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে মহেশ। একবার তাঁর ব্যাপারেই শোনা গিয়েছিল, অভিনেত্রী আলিয়া ভাট নাকি মহেশ এবং সোনি রাজদানের নয়, বরং মহেশ এবং তাঁর বড় মেয়ে পূজা ভাটের সন্তান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥