বলিউডের (Bollywood) চর্চিত ব্যক্তিত্বদের নামের লিস্টে ওপরের দিকেই থাকবে মালাইকা অরোরার (Malaika Arora) নাম। বি টাউনের ‘মাল্লা’ এমন একজন অভিনেত্রী (Actress) যিনি নিজের কাজের চেয়ে বেশি ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। আরবাজ খানের সঙ্গে অল্প বয়সে বিয়ে থেকে শুরু করে হাঁটুর বয়সী অর্জুন কাপুরের সঙ্গে প্রেম- মালাইকার ব্যক্তিগত জীবন বরাবর লাইমলাইটে থেকেছে।
‘লাভ লাইফ’ ছাড়াও মালাইকা প্রায়শয়ই নিজের পোশাক, হাঁটার স্টাইলের জন্যেও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন। নিতম্ব উঁচিয়ে হাঁটার জন্য কম কটাক্ষ শুনতে হয় না অভিনেত্রীকে। যদিও সেসবকে বিশেষ পাত্তা দেন না তিনি। বরং নিজের শর্তে জীবনযাপন করাই পছন্দ সলমন খানের প্রাক্তন বৌদির। ‘ছাইয়া ছাইয়া গার্ল’এর এই ‘আই ডোন্ট কেয়ার’ মনোভাব তাঁর অনুরাগীদেরও প্রচণ্ড ভালোলাগে।
আজকের এই প্রতিবেদনটি অবশ্য শুধুমাত্র মালাইকাকে নিয়ে নয়, বরং তাঁর প্রসাদসম বাড়ি (Malaika Arora house) নিয়ে। মুম্বইয়ে অভিনেত্রী যেখানে থাকেন সেই বাড়ির অন্দরমহলের ছবি তুলে ধরা হল বং ট্রেন্ডের এই বিশেষ প্রতিবেদনে। বেডরুম থেকে শুরু করে কিচেন- এক ঝলকে দেখে নিন মালাইকার আস্তানা।
মালাইকার বাড়ি ঢুকতে গেলে প্রথমেই চোখে পড়বে ইটালিকসে লেখা তাঁর নাম। পাশাপাশি চোখ এড়াবে সবুজ-রঙা কাঠের দরজাও। দরজা দিয়ে ঢুকেই দেখতে পাবেন অভিনেত্রীর বাড়ির লিভিং রুম। মুম্বইয়ের মতো শহরে যেখানে একটুকরো জমির দাম আকাশছোঁয়া, সেখানে অভিনেত্রীর এই সুবিশাল লিভিং রুম দেখে ঈর্ষা হতে পারে অনেকেরই।
বি টাউনের ‘ছাইয়া ছাইয়া গার্ল’ এমন একজন মানুষ, যিনি প্রকৃতির কাছাকাছি থাকতে খুব ভালোবাসেন। সেই জন্য বাড়ির ব্যালকনিকে সবুজ গাছাগাছালি দিয়ে ভরে রেখেছেন তিনি। জানা গিয়েছে, বাড়ির মধ্যে এই জায়গাটি বিশেষ প্রিয় মালাইকার। এখানে সময় কাটাতে প্রচণ্ড পছন্দ করেন তিনি।
মালাইকার সম্পূর্ণ বাড়িতেই রয়েছে আধুনিকতার ছাপ। হালকা মডিউলার রান্নাঘর থেকে শুরু করে নীল-রঙা শোবার ঘর- সবেতেই রয়েছে নতুনত্বের ছোঁয়া। একটু একটু করে নিজের হাতে এই বাড়ি সাজিয়ে তুলেছেন অভিনেত্রী। প্রত্যেক কোণাতেই তাই রয়েছে হালকা ‘মালাইকা টাচ’ও।