• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৫২ বছরেই ২ বার বিয়ে, ৪ সন্তানের বাবা! রইল কারিনা কাপুর ও নবাব সইফ আলী খানের অজানা প্রেমকাহিনী

Published on:

Saif Ali Khan Kareena Kapoor Lovestory on Saif Ali's 52th Birthday

বলিউডের অন্যতম চর্চিত জুটির মধ্যে একটি হল সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) জুটি। তাঁদের নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা প্রায় লেগেই থাকে। যখন বি টাউনের এই দুই তারকা গাঁটছড়া বেঁধেছিলেন তখনও কম চর্চা হয়নি। তবে জানেন, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ‘সইফিনা’র প্রেমকাহিনী (Love story) কীভাবে শুরু হয়েছিল?

রণধীর কন্যার সঙ্গে সইফ যখন সাত পাক ঘোরেন তখন তিনি দু’সন্তানের পিতা। অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ দুইই হয়ে গিয়েছে। জন্ম হয়ে গিয়েছে তারকা জুটির দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খানেরও।

Saif Ali Khan and Amrita Singh with kids

২০০৪ সালে অমৃতার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় সইফের। তার ৩ বছর পর ২০০৭ সালে করিনার সঙ্গে প্রেমের সম্পর্কের জড়ান অভিনেতা। শোনা যায়, ২০০৭ সালের শেষ দিকে ‘টশন’ ছবির সেট থেকে প্রেম পর্ব শুরু হয়েছিল ‘সইফিনা’র। উল্লেখ্য, বলিউডের এই তারকা জুটি ‘টশন’ ছাড়াও ‘এলওসি কার্গিল’ (২০০৩), ‘ওমকারা’ (২০০৬), ‘কুরবান’ (২০০৯) এবং ‘এজেন্ট বিনোদ’ (২০১২) সিনেমায় একসঙ্গে কাজ করেছেন।

Saif and Kareena in Tashan

তবে প্রেম শুরু করলেও, সাথে সাথেই নিজেদের সম্পর্কের কথা কিন্তু ঘোষণা করেননি সইফ এবং করিনা। শোনা যায়, ৫ বছর চুটিয়ে প্রেম করার পর নিজেদের সম্পর্ক প্রকাশ্যে এনেছিলেন তাঁরা। অভিনেতার হাতে ‘করিনা’ নামের ট্যাটু প্রকাশ্যে আসার পরই তাঁদের সম্পর্কে শিলমোহর পড়ে গিয়েছিল।

Kareena tattoo in Saif Ali Khan's hand

চুটিয়ে পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালে সাত পাঁকে বাঁধা পড়েন ‘সইফিনা’ জুটি। এই মুহূর্তে তাঁরা জমিয়ে সংসার করছেন। জন্ম হয়েছে তাঁদের দুই পুত্রেরও। ২০১৬ সালে বড় ছেলে এবং তৈমুর এবং ২০২১ সালে ছোট ছেলে জাহাঙ্গীরের জন্ম হয়।

Saif Kareena with their sons

‘সইফিনা’র ব্যাপারে আরও একটি গুঞ্জন বেশ শোনা যায়। তা হল, অভিনেতাকে বিয়ের জন্য নাকি একটি শর্ত রেখেছিলেন বেবো। সেটি হল, সারা জীবন জীবন করিনা কাজ করতে চান এবং সইফকে তাঁকে সমর্থন করতে হবে। অভিনেতা আনন্দের সঙ্গে সেই শর্ত মেনে নিয়েছিলেন। এরপরই সাত পাক ঘোরেন দু’জনে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥