• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রূপ দেখে জুড়োয় চোখ, সৌন্দর্যে ফেল ঐশ্বর্যও! বিশ্বের সেরা ১০ সুন্দরীর একজন হলেন এই বলি অভিনেত্রী

Published on:

Top 10 most beautiful women in the world list bollywood actresses

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা (World Most Beautiful Women) মানুষের রূপের যোগ্য মর্যাদা দিতে সেই কবে থেকে আয়োজিত হয়ে চলেছে এই ধরণের প্রতিযোগিতা। ‘সৌন্দর্যের জয় সর্বত্র’ এই কথাটি যে ঠিক কতখানি সত্যি, তা প্রমাণিত হয়েছে বারবার। তবে এমন ধরণের বিভিন্ন প্রতিযোগিতার বাইরেও কিন্তু ‘সৌন্দর্য’এর (Beauty) একটি বিজ্ঞানসম্মত সংজ্ঞা হতে পারে। অন্তত সম্প্রতি এমনটাই জানা গিয়েছে।

একটি কম্পিউটার চালিত প্রোগ্রাম মানুষের সৌন্দর্য বিচার করেছেন। এক ক্লিকেই জানা যাবে কোন ব্যক্তি কোনও রকম সার্জারি ছাড়াই প্রকৃত সুন্দর। এই প্রোগ্রামের মাধ্যমেই বেছে নেওয়া হয়েছে বিশ্বের সেরা ১০ সুন্দরীকে (10 of Most beautiful women)। আর সেখানেই স্থান করে নিয়েছেন এক বলিউড (Bollywood) অভিনেত্রী।

হোইয়ন জুং (HoYeon Jung) : দশ নম্বরে নাম রয়েছেন কোরিয়ার মডেল-অভিনেত্রী হোইয়নের। জানিয়ে রাখি, জনপ্রিয় ‘স্কুইড গেম’ সিরিজের হাত ধরে বেশ জনপ্রিয়তা আদায় করেছেন হোইয়ন।

HoYeon Jung

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) : বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকায় একমাত্র ভারতীয় হলেন দীপিকা। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ সহ সকলকে টেক্কা দিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

Deepika Padukone

কিম কার্দাশিয়ান (Kim Kardashian) : বিশ্বের সেরা সুন্দরীদের তালিকায় কিমের নাম থাকবে না এমনটা কি হয়? দীপিকার ঠিক আগেই অর্থাৎ অষ্টম স্থানে রয়েছে তাঁর নাম।

Kim Kardashian

জর্ডন ডান (Jourdan Dunn) : বিশ্বের অন্যতম সেরা মডেল জর্ডনের নামও তালিকায় রয়েছে। কম্পিউটার প্রোগ্রামটি তাঁকে সপ্তম স্থানের জন্য বেছে নিয়েছে।

Jourdan Dunn

টেলর সুইফ্ট (Taylor Swift) :  নামী পপ গায়িকা টেলরের নামও এই তালিকায় রয়েছে। শুধুমাত্র সুন্দর গলাই নয়, সংশ্লিষ্ট কম্পিউটার প্রোগ্রামটির বিচারে টেলর সেরা সুন্দরীও।

Taylor Swift

আরিয়ানা গ্রান্দে (Ariana Grande) : শুধুমাত্র টেলরই নয়, এই তালিকায় নাম রয়েছে আরও এক নামী পপ তারকা আরিয়ানারও। অত্যন্ত জনপ্রিয় এই গায়িকার নাম রয়েছে পঞ্চম স্থানে।

Ariana Grande

বিয়ন্সে (Beyonce) : তালিকায় স্থান করে নিয়েছেন বিয়ন্সেও। একথা কিন্তু সত্যি, সেরা সুন্দরীদের তালিকায় তাঁর নাম না থাকলে অনেকেই অবাক হতেন।

Beyonce

বেলা হাদিদ (Bella Hadid) : সুপারমডেল বেলার নামও লিস্টে। মডেলিং দুনিয়ার ‘সম্রাজ্ঞী’ বলা চলে তাঁকে। সেই বেলা এই লিস্টে তৃতীয় স্থান দখল করেছেন।

Bella Hadid

জেনডায়া (Zendaya) : ‘স্পাইডারম্যান’ থেকে শুরু করে ‘ডিউন’এর মতো সুপারহিট সব ছবিতে জেনডায়াকে দেখেছি আমরা। সেই আমেরিকান অভিনেত্রীর নাম এই লিস্টে রয়েছে।

Zendaya

জোডি কামার (Jodie Comer) : বিশ্বের সেরা নয় সুন্দরীর নাম জেনে নেওয়ার পর এবার বিজয়ীর নাম জেনে নেওয়া যাক।

Jodie Comer

বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে হলেন জোডি কামার। ‘কিলিং ইভ’ নামে সিরিজে অভিনয় করে সেরা অভিনেত্রীর পর এবার বিশ্বের সেরা সুন্দরীর খেতাব ছিনিয়ে নিলেন জোডি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥