বলিউডে (Bollywood) এমন বহু ভিলেন রয়েছেন, যারা হিরোর সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করেই দর্শকদের মন জয় করেছেন। সেই তালিকায় অবশ্যই নাম থাকবে মুকেশ ঋষির (Mukesh Rishi)। যদিও অভিনেতাকে তাঁর আসল নামের চেয়ে বেশি ‘ভুল্লা’ নামেই চেনে দর্শকদের একাংশ। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘গুণ্ডা’ সিনেমায় এই নামের চরিত্রে অভিনয় করেই রাতারাতি জনপ্রিয়তা লাভ করেছিলেন অভিনেতা (Bollywood actor)।
মুকেশ ঋষি এমন একজন অভিনেতা যিনি নিজের দীর্ঘ কেরিয়ারে ইতিবাচক এবং নেতিবাচক- দুই ধরণের চরিত্রেই অভিনয় করেছেন। সেই সঙ্গেই দর্শকদের মনে নিজের জন্য একটি বিশেষ স্থানও তৈরি করে নিয়েছেন।

দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি মুকেশের সুঠাম চেহারা এবং ‘হি ম্যান’এর মতো লুকসও দর্শকদের বিশেষ পছন্দের ছিল। সেই সময়কার বলিপাড়ার সবচেয়ে ফিট অভিনেতাদের নামের তালিকায় নাম থাকত এই তাঁর। যেমন উচ্চতা, তেমনই চেহারা- সব মিলিয়ে হিরোর সঙ্গে টেক্কা দিয়ে লড়ার মতোই ভিলেন মনে হতো মুকেশকে।

তবে এখন অবশ্য বলিউডের সেই জনপ্রিয় ভিলেন মুকেশ ঋষির সম্পূর্ণ লুক বদলে গিয়েছে। সুঠাম চেহারার অধিকারী ছিলেন যে অভিনেতা, তাঁর মধ্যেই এসে গিয়েছে বয়সের ছাপ। সম্প্রতি নেটদুনিয়ায় মুকেশের একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা।

তবে নেটিজেনদের একাংশ মুকেশের বর্তমান লুক দেখে অবাক হলেও, অনেকে কিন্তু এখনও অভিনেতার লুকের বেশ তারিফ করেছেন। উল্লেখ্য, বলিউডের সিনেমায় একসময়কার হাড় কাঁপানো এই ভিলেনকে এখন না দেখা গেলেও, মুকেশ এই মুহূর্তে ‘পৃথ্বী বল্লভ’ শো’য়ে অভিনয় করছেন।

৬৬ বছর বয়সি এই নামী অভিনেতার কেরিয়ারের দিক থেকে বলা হলে, ১৯৯৩ সালে ‘পরম্পরা’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। এরপর থেকে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন মুকেশ। তাঁর ঝুলিতে রয়েছে ‘জুড়ওয়া’, ‘সূর্যবংশম’, ‘খিলাড়ি ৪২০’-সহ একাধিক সিনেমা। তবে শুধুমাত্র বলিউডই নয়, সাউথের একাধিক সুপারহিট ছবিতেও দাপিয়ে অভিনয়্ করেছেন মুকেশ ঋষি।














