• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সত্যিকারের ভৌতিক ঘটনা অবলম্বনে তৈরি! বলিউডের এই ৫ ভুতের সিনেমা দেখতে বসলে শিউড়ে উঠবেই গা

Published on:

Best Bollywood horror movies,Stree,Trip To Bhangarh,Ragini MMS,Mahal,Question Mark,Bollywood,entertainment,বলিউডের সেরা ভুতের সিনেমা,বলিউড,বিনোদন,রাগিণী এমএমএস,কোয়েশ্চেন মার্ক,স্ত্রী,মহল,ট্রিপ টু ভানগড়

ভূত চতুর্দশীর দিন ভুতের সিনেমা দেখতে বসেন এমন অনেক দর্শক আছেন। এই বিশেষ দিনে হরর ছবি (Horror movies) দেখতে বসলে গা যেন একটু বেশিই শিউড়ে ওঠে। আর সেই অনুভূতিটাই পছন্দ অনেকের। আজকের প্রতিবেদনে তাই বলিউডের (Bollywood) ইতিহাসের এমনই ৫ ভুতের ছবির নাম তুলে ধরা হল যা সত্যিকারের ভৌতিক ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে।

মহল (Mahal)- ১৯৪৯ সালে মুক্তি পেয়েছিল এই হরর ছবিটি। তবে এখনও এই ভৌতিক ছবিটির জনপ্রিয়তা কিন্তু কম হয়নি। ‘মহল’এ দেখানো হয়েছিল কীভাবে এক ব্যক্তি একটি প্রাসাদে গিয়ে নিজের অতীত জীবনের সম্মুখীন হন সেই কাহিনী। বলিউডের নামী অভিনেতা অশোক কুমার বলেছিলেন এই ছবিটি আসলে বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

Mahal movie

কোয়েশ্চেন মার্ক (Question Mark)- ২০১২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গা ছমছমে এই সিনেমাটি। ছবিতে দেখানো হয়েছিল একদল ছেলেমেয়ে ঘুরতে গিয়েছে, কিন্তু তাঁরা আর ফেরেনি। ঘুরতে যাওয়ার পর সেই ছেলেমেয়েরা কোন ধরণের অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছিল তা দেখানো হয় এই ছবিতে। জানিয়ে রাখি, ‘কোয়েশ্চেন মার্ক’ও কিন্তু সত্য ঘটনা অবলম্বনেই তৈরি করা হয়েছিল।

Question Mark movie

রাগিণী এমএমএস (Ragini MMS)- ২০১১ সালে রিলিজ করেছিল এই হরর ছবিটি। ‘রাগিণী এমএমএস’এ দেখানো হয়েছিল এক দম্পতি একটি বাংলোয় রাত কাটাচ্ছেন। আর সেখানেই তাঁদের সঙ্গে ঘটতে থাকা বিভিন্ন অদ্ভুত ঘটনা ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে দেখানো হয়। জানা যায়, দিল্লির এক মেয়ের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল এই ছবি।

Ragini MMS movie

ট্রিপ টু ভানগড় (Trip To Bhangarh)- এদেশের অন্যতম ভৌতিক স্থান হল ভানগড়। এই জায়গার দুর্গ নিয়ে অনেক প্রচলিত কাহিনী রয়েছে। শোনা যায়, বাস্তবেও অনেকে ভানগড়ে ঘুরতে গিয়ে ভৌতিক নানান ঘটনার সাক্ষী হয়েছেন। আর এই সকল কাহিনী অবলম্বনেই তৈরি হয়েছিল ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ট্রিপ টু ভানগড়’ ছবিটি।

Trip To Bhangarh movie

স্ত্রী (Stree)- তালিকার সর্বশেষ নামটি হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী’ ছবিটির। হরর-কমেডি ঘরানার এই ছবিতে অভিনয় করেছিলেন রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর।

Stree movie

‘স্ত্রী’তে দেখানো হয়েছিল, এক মহিলা ভূত যে সেই এলাকার প্রত্যেক পুরুষকে ছলনা করে ধরে নিয়ে যায়। কর্ণাটকের নালেবা’র গল্পের ওপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছিল বলে জানা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥