বাস্তব জীবনে এমন অনেক মেয়ে দেখা যায় যারা অর্থের (Money) ভিত্তিতে নিজের জীবনসঙ্গী বেছে নেন। এখনকার দিনে তাঁদের ‘গোল্ড ডিগার’ (Gold digger) নামে ডাকা হয়। তবে শুনলে হয়তো অবাক হবেন, বলিউডেও (Bollywood) এমন অনেক নায়িকা রয়েছেন যারা অর্থের নিরিখে নিজের স্বামী নির্বাচন করেছেন। আজকের প্রতিবেদনে বি টাউনের এমনই ৯ ‘গোল্ড ডিগার’ অভিনেত্রীর (Gold digger Bollywood actress) নাম তুলে ধরা হল।
বিদ্যা বালান (Vidya Balan) – বলিউডের নামী অভিনেত্রী বিদ্যাকে অনেকে ‘গোল্ড ডিগার’ তকমা দিয়েছেন। অভিনেত্রী যখন দু’বার ডিভোর্স হওয়া নামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তখন তাঁকে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল। অনেকেই বলেছিলেন অর্থের লোভে সিদ্ধার্থকে বিয়ে করেছেন তিনি।
আয়েশা টাকিয়া (Ayesha Takia) – বি টাউনের একসময়কার নামী অভিনেত্রী আয়েশার নামও এই তালিকায় রয়েছে। মাত্র ২৩ বছর বয়সে নামী শিল্পপতি ফারহাম আজমির সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। জানিয়ে রাখা প্রয়োজন, আয়েশার শ্বশুরমশাই নামী রাজনীতিবিদ।
আসিন (Asin) – বলিউড এবং দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী আসিন নিজের উজ্জ্বল কেরিয়ারে ইতি টেনে মাইক্রোম্যাক্সের সিইও রাহুল শর্মার সঙ্গে সাত পাক ঘুরেছেন। বিয়ের পর থেকে আর পর্দায় দেখা যায়নি ‘হাউসফুল’ অভিনেত্রীকে।
রানী মুখার্জি (Rani Mukerji) – বঙ্গ তনয়া রানীর নামও তালিকায় রয়েছে। যশ রাজ ফিল্মসের কর্ণধার, ডিভোর্সী আদিত্য চোপড়ার সঙ্গে রানী যখন সাত পাক ঘুরেছিলেন তখন তাঁকে প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, শুধুমাত্র টাকার জন্য এই বিয়ে করেছেন তিনি।
করিশ্মা কাপুর (Karishma Kapoor) – কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই গাঁটছড়া বেঁধেছিলেন করিশ্মা। দিল্লির নামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন নায়িকা। তবে এই বিয়ে খুব বেশিদিন টেকেনি।
জুহি চাওলা (Juhi Chawla) – বলিউডের নামী অভিনেত্রী জুহি চাওলা নামী ব্যবসায়ী জয় মেহতার সঙ্গে সাত পাক ঘুরেছেন। বয়সে অনেকটাই বড় এবং ডিভোর্সী জয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধার পর প্রচুর কটাক্ষ শুনতে হয়েছিল জুহিকে।
অমৃতা অরোরা (Amrita Arora) – মালাইকা অরোরার বোন অমৃতার নামও তালিকায় রয়েছে। বলিউডে সেভাবে নাম না করতে পারার পর অমৃতা নাম ব্যবসায়ী শাকিল লাদাকের সঙ্গে সাত পাক ঘোরেন। সেই সময় অনেকেই বলেছিলেন, বড়লোক দেখে স্বামী নির্বাচন করেছেন অমৃতা।
সেলিনা জেটলি (Celina Jaitly) – বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলি নামী ব্যবসায়ী পিটার হ্যাগের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। বাকিদের মতো নেটিজেনদের থেকে ‘গোল্ড ডিগার’ তকমা পেয়েছেন তিনি।
শিল্পা শেট্টি (Shilpa Shetty) – বি টাউনের জনপ্রিয় নায়িকা শিল্পা শেট্টির মতো তাঁর স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রাও বেশ জনপ্রিয়। একাধিক বিতর্কে জড়িয়েছে তাঁর নাম।
তবে অনেকেই জানেন না, শিল্পাকে বিয়ে করার আগেও রাজ একবার সাত পাক ঘুরেছিলেন। ডিভোর্সী রাজের সঙ্গে শিল্পা যখন বিয়ের পিঁড়িতে বসেন, তখন রাজের প্রথম স্ত্রী অভিযোগ তাঁর বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ তুলেছিলেন।