• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্লপ থেকে বাঁচতে রাম ভক্ত! ‘Ram Setu’ ছবির জন্য ৫০ কোটি পর্যন্ত নিয়েছেন জ্যাকলিন থেকে অক্ষয়

Published on:

Akshay Kumar charged whooping 50 crores for Ram Setu know all cast fees

চলতি বছর বক্স অফিসে একের পর এক ফ্লপের পর ‘রাম সেতু’র (Ram Setu) হাত ধরে গুরে দাঁড়াচ্ছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। পৌরাণিক গুরুত্বযুক্ত রাম সেতুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি। রিলিজের পর থেকেই বক্স অফিসেও ভালো ব্যবসা করছে ছবিটি। দর্শকদেরও বেশ ভালো লেগেছে ‘রাম সেতু’। তবে আপনি কি জানেন, এই ছবির জন্য কত টাকা করে পারিশ্রমিক (Fees) নিয়েছেন ছবির সকল কলাকুশলীরা? আজকের প্রতিবেদনে সেই তালিকাই তুলে ধরা হল।

নাসের (Nassar) – দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেতা নাসের ‘রাম সেতু’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অক্ষয় কুমার অভিনীত এই ছবির জন্য ৪৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Nassar

জেনিফার পিচিনাতো (Jennifer Piccinato) – অক্ষয় কুমার অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে জেনিফারকে। বিভিন্ন মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছে, তিনি ‘রাম সেতু’তে অভিনয়ের জন্য ৭৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।

Jeniffer Piccinato

সত্যদেব কাঞ্চরানা (Satyadev Kancharana) – ‘রাম সেতু’র হাত ধরে বলিউডে পা রেখেছেন সত্যদেব কাঞ্চরানা। একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সত্যদেব।

Satyadev Kancharana in Ram Setu

নুসরত ভারুচ্চা (Nushrratt Bharuccha) – ‘রাম সেতু’তে অক্ষয় কুমারের স্ত্রী প্রফেসর গায়ত্রী কুলশ্রেষ্ঠের চরিত্রে অভিনয় করেছেন বলি সুন্দরী নুসরত। জানা গিয়েছে, এই ছবির জন্য ৩ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।

Nushrratt Bharuccha in Ram Setu

জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez) – এই ছবিতে ডক্টর স্যান্ড্রা রেবেলোর চরিত্রে অভিনয় করেছেন জ্যাকলিন। জানা গিয়েছে, ‘রাম সেতু’তে অভিনয়ের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন জ্যাকি।

Jacqueline Fernandez in Ram Setu

অক্ষয় কুমার (Akshay Kumar) – বলিউডের ‘খিলাড়ি’ এই ছবিতে ডক্টর আরিয়ান কুলশ্রেষ্ঠের চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে একজন পুরাতত্ত্ববিদের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Ram Setu movie

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এই ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নিয়েছেন আক্কি। জানা গিয়েছে, ‘রাম সেতু’র জন্য ৫০ কোটি টাকা নিয়েছেন অক্ষয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥