• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ ফিরিয়েছে দর্শক ফ্লপ ছবি ফ্লপ হলেও বাড়ছে টাকার খাই! ‘পাঠান’এ কার ঝুলিতে কত? রইল তালিকা

Published on:

Shahrukh Khan to Deepilka Pathaan Movie Casting Fees List

দীর্ঘ ৪ বছর পর ফের নায়ক হিসেবে বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। আগামী বছর পরপর বিগ বাজেট ৩টি সিনেমা নিয়ে আসছেন ‘কিং খান’। এর মধ্যেই একটি ছবি হল ‘পাঠান’ (Pathaan)। ছবির কথা ঘোষণার পর থেকেই দর্শকরা ‘পাঠান’এর জন্য মুখিয়ে রয়েছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির জন্য যেন আর তর সইতে পারছেন না তাঁরা।

শাহরুখ, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ একটি স্পাই ড্রামা হতে চলেছে। জানা গিয়েছে যশ রাজ ফিল্মস প্রযোজিত এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাজেটে ছবি হতে চলেছে এটি। শুধু তাই নয়, ‘পাঠান’এর জন্য প্রত্যেক তারকাও আকাশছোঁয়া পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গিয়েছে।

Pathaan movie

‘কিং খান’এর কামব্যাকের ছবির পিছনে টাকার দিক থেকে কোনও রকমের খামতি রাখতে চাইছে না যশ রাজ ফিল্মস। এই ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করবে তা দেখার জন্য আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হলেও, বিগ বাজেট এই ছবির জন্য শাহরুখরা কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আজ জেনে নেওয়া যাক।

সিদ্ধার্থ আনন্দের এই স্পাই ড্রামায় নায়কের চরিত্রে রয়েছেন ‘কিং খান’ এবং খলনায়কের চরিত্রে রয়েছেন জন। নায়িকা হিসেবে দেখা যাবে দীপিকাকে। জানা গিয়েছে, শাহরুখ এই ছবির জন্য ১০০ কোটির টাকার বিশাল পারিশ্রমিক নিচ্ছেন। শুধু তাই নয়, নির্মাতাদের সঙ্গে উপরি লভ্যাংশ পাওয়া নিয়েও ‘বাদশা’র চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে।

`Shahrukh Khan 3 upcoming films ready to break all records

অপরদিকে খলনায়কের চরিত্রে অভিনয় করা জনও কিন্তু ভালোই পারিশ্রমিক নিচ্ছেন ‘পাঠান’এর জন্য। যশ রাজের এই ছবির জন্য ২০ কোটি টাকা নিচ্ছেন বলি তারকা। অপরদিকে নায়িকা দীপিকার ঝুলিতে ১৫ কোটি টাকা পারিশ্রমিক এসেছে বলে জানা গিয়েছে।

John Abraham and Deepika Padukone

প্রসঙ্গত, দীর্ঘ ৪ বছরের এক বিরতির পর ‘পাঠান’এর হাত ধরেই বড়পর্দায় ফিরছেন শাহরুখ। ২০২১ সালের নভেম্বর মাসে শ্যুটিং শুরু হয়েছিল এই ছবির। তবে করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং। এরপর ছেলে আরিয়ান খান মাদক কাণ্ডে জড়ানোর পর শাহরুখ ব্যস্ত হয়ে পড়ায় ফের আটকে যায় শ্যুটিং। তবে ফের শুরু হয়েছে ছবির কাজ। সম্প্রতি স্পেন থেকে ‘পাঠান’এর একটি অংশের শ্যুটিং করে দেশে ফিরেছেন বলিউড ‘বাদশা’ এবং দীপিকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥