• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ বছরের ছোট অভিনেতাকে বিয়ে, অরিন্দম শীলের লালসার শিকার! রইল রূপাঞ্জনা মৈত্রের অজানা কাহিনী

Updated on:

Rupanjana Mitra,Rupanjana Mitra controversy,tollywood,Rupanjana Mitra Arindam Sil,Arindam Sil,entertainment,রূপাঞ্জনা মিত্র,রূপাঞ্জনা মিত্র বিতর্ক,রূপাঞ্জনা মিত্র অরিন্দম শীল,অরিন্দম শীল,টলিউড,বিনোদন

এই মুহূর্তে টেলিভিশনের দুনিয়ার যত জনপ্রিয় অভিনেত্রীরা রয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই একজন হলেন রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। তবে শুধুমাত্র ছোটপর্দাই নয়, একই রকমভাবে বড়পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। সেই অভিনেত্রীই সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন।

রূপাঞ্জনা সম্প্রতি তাঁর বয়সে ছোট প্রেমিকের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। যা নিয়ে চর্চা লেগেই রয়েছে। তবে এই কিন্তু প্রথম নন। এর আগেও বহুবার প্রচুর কেচ্ছায় নাম জড়িয়েছেন অভিনেত্রীর। অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনা থেকে শুরু করে ৭ বছরের ছোট প্রেমিককে বিয়ে করে ডিভোর্স। এক কথায় রূপাঞ্জনার জীবন যেন বিতর্কে (Controversies) ভরা।

Rupanjana Mitra

‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য জনপ্রিয় পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন, কয়েক বছর আগে নাকি পরিচালক তাঁকে নিজের কলকাতার অফিসে ডেকে পাঠিয়েছিলেন। ‘ভূমিকন্যা’ সিনেমার স্ক্রিপ্ট শোনানোর জন্য নাকি তাঁকে ডেকে পাঠিয়েছিলেন অরিন্দম।

রূপাঞ্জনা জানান, তিনি অরিন্দমের অফিসে গিয়ে দেখেন, সেখানে আর কেউ ছিলেন না। সেই সময় পরিচালক নানান রকমের অশ্লীল অঙ্গভঙ্গি এবং ইশারা করতে থাকেন। যা দেখে ভয় পেয়ে তিনি পালিয়ে যান। এই নিয়ে কম বিতর্ক হয়নি। অবশ্য শুধু এটিই নয়, এর বাইরেও ব্যক্তিগত জীবনে বহু উত্থান পতনের সম্মুখীন হয়েছেন নায়িকা।

Arindam Shil

২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর থেকে সিঙ্গেল মাদার হিসেবে নিজের ছেলেকে বড় করছেন রূপাঞ্জনা। অভিনেত্রীর ছেলের বয়স এখন মাত্র ৮ বছর। তবে অভিনেত্রী কিন্তু একেবারেই একা, একথা বলা যায় না। কারণ রূপাঞ্জনার পাশে সবসময় রয়েছেন অভিনেতা তথা পরিচালক রাতুল মুখার্জি।

Rupanjana Mitra and Ratul Mukherjee

রাতুলকে ‘বাঘ বন্দী খেলা’য় শেষবারের মতো দেখা গিয়েছিল। এই পরিচালক-অভিনেতার সঙ্গে রূপাঞ্জনার সম্পর্ক নিয়ে কম চর্চা হয়  না। সম্প্রতি সব জল্পনায় ইতি টেনে ‘অনুরাগের ছোঁয়া’র লাবণ্য বলেন, তিনি এখন একটি মিষ্টি সম্পর্কে রয়েছেন। চর্চিত প্রেমিকের সঙ্গে তাঁর একটি বয়সের তফাৎ রয়েছে। তবে দু’জনেই চান তাঁদের এই মিষ্টি সম্পর্ক একটা পরিণতি পাক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥