• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যৌন লালসা, পরকীয়া থেকে মাফিয়া যোগ! বলিউডের ঝাঁ চকচকে জীবনের পেছনের ৭ টি অজানা কেচ্ছা

Published on:

Take a look at the bollywood’s darkest secrets

বলিউড মানেই ঝাঁ চকচকে একটা জীবন। গ্ল্যামার থেকে শুরু করে যশ, খ্যাতি- সব রয়েছে সেখানে। তবে অনেকেই হয়তো জানেন না, বলিউডের (Bollywood) এই গ্ল্যামারাস জীবনের পিছনেই রয়েছে একটা অন্ধকার দিক। আজকের প্রতিবেদনে বলিউডের অন্দরের সেই অজানা কেচ্ছাময় দিক (Darkest secrets) নিয়েই আলোচনা করা হল।

পরকীয়া- বলিউডের বহু অভিনেতা তাঁদের স্ত্রীদের ধোঁকা দিয়ে পরকীয়ায় জড়িয়েছিলেন। সেই তালিকায় নাম রয়েছে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান হয়ে ধর্মেন্দ্রর মতো অভিনেতার। অমিতাভ-রেখা থেকে শাহরুখ-প্রিয়াঙ্কা কিংবা ধর্মেন্দ্র-হেমার চর্চিত বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা অনুরাগীদের অজানা নয়।

Amitabh Bachchan and Rekha

বর্ণবিদ্বেষ- বলিউডের অনেকেই বিশ্বাস করেন, সফল হতে গেলে সেই অভিনেতা কিংবা অভিনেত্রীকে তথাকথিত সুন্দর দেখতে হতে হবে। ভালো উচ্চতা থাকা থেকে শুরু করে ফর্সা হওয়া- এমন বেশ কিছু চাহিদাও থাকে তাঁদের। আর এই সবের জন্যই প্রিয়াঙ্কা চোপড়া, বিপাশা বসুদের মতো বহু তারকাদের বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে।

Bipasha Basu

অল্প বয়সে কুমারত্ব হারানো- বলিউডের বহু অভিনেতা জনসমক্ষে কিশোর বয়সে কুমারত্ব হারানোর কথা শিকার করেছেন। রণবীর সিং যেমন জানিয়েছিলেন, মাত্র ১২ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলেন তিনি। অপরদিকে রণবীর কাপুর বলেছিলেন ১৫ বছর বয়সে প্রথমবার শারীরিক সঙ্গমে লিপ্ত হন তিনি।

Ranveer Singh

ডিপ্রেশন- বলিউডের বহু অভিনেতা-অভিনেত্রী ইন্ডাস্ট্রির অন্দরে চলতে থাকার কারণে মানসিক চাপ তথা ডিপ্রেশনে ভোগেন। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা এই বিষয়ে প্রকাশ্যে নিজেদের মুখও খুলেছিলেন।

Shah Rukh Khan sad

মাদকাসক্ত হয়ে পড়া- সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, ফারদিন খানের মতো বহু অভিনেতার মাদকাসক্ত হয়ে পড়ার কথা অনুরাগীদের অজানা নয়। এমনকি সুপারস্টার ধর্মেন্দ্র প্রকাশ্যে স্বীকার করেছিলেন, মদের প্রতি আসক্ত হয়ে যাওয়ার পর তাঁর কেরিয়ার একেবারে ডুবে গিয়েছিল।

Ranbir Kapoor drunk

কাস্টিং কাউচ- বলিউডের অন্দরের যৌন লালসার কথা নিয়ে মুখ খুলেছেন বহু অভিনেত্রী। সেই তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউত, রাধিকা আপ্তের মতো নামী অভিনেত্রীদের। বলি নায়িকারা জানিয়েছিলেন, কীভাবে তাঁদের কাছে কাজ পাওয়ার জন্য কাস্টিং কাউচের প্রস্তাব দেওয়া হয়েছিল।

Radhika Apte

মাফিয়া যোগ- শোনা যায়, বলিউডের নামী অভিনেত্রী মন্দাকিনী, মনিকা বেদী, মমতা কুলকার্নি আন্ডারওয়ার্ল্ড ডনদের সঙ্গে সম্পর্কে ছিলেন।

Bollywood's underworld connection

তাঁদের বহু ছবিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল। এমনকি এই মাফিয়া যোগ এবং বেআইনিভাবে অস্ত্র রাখার জন্য জেলযাত্রাও হয়েছিল সঞ্জয় দত্তের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥