• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালো সিনেমার কদর ঠিকই বোঝে দর্শকরা! ২ দিনেই এত কোটি তুলল বলিউডের ৫ বুড়োর ছবি ‘উঁচাই’

Published on:

Take a look at the Bollywood movie Uunchai box office collection

বলিউডের (Bollywood) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে এবং সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। সুপারস্টার আমির খান, অক্ষয় কুমারের ছবিও ফ্লপ হওয়া ছবির লিস্টে রয়েছে। তবে বলিউডের এই খারাপ সময়েও বক্স অফিসে ঝড় তুলেছে তিন ‘বুড়ো’ অভিনেতার ছবি ‘’উঁচাই’ (Uunchai)।

সম্প্রতি রিলিজ করেছেন নামী পরিচালক সুরজ বরজাতিয়ার পরিচালিত এই ছবি। বন্ধুত্ব নিয়ে তৈরি এই সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং অনুপম খের। বলিউডের এই খারাপ সময়ে ‘উঁচাই’ কেমন ব্যবসা (Uunchai box office collection) করবে তা নিয়ে চিন্তা থাকলেও রিলিজের পর বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা।

Uunchai movie

‘উঁচাই’এ প্রথমবার একসঙ্গে কাজ করেছেন অমিতাভ, অনুপম এবং বোমান। এছাড়াও পরিণীতি চোপড়াও রয়েছে এই ছবিতে। সুরজ পরিচালিত ছবির ট্রেলার দেখার পরই দর্শকদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল। ছবি রিলিজের পর সেই প্রমাণ পাওয়া যাচ্ছে বক্স অফিস কালেকশনে।

তিন বয়স্ক বন্ধুর ওপর তৈরি হওয়া ‘উঁচাই’এর শুধুমাত্র পরিচালনাই নয়, কাহিনীও লিখেছেন সুরজ। নামী রাজশ্রী ব্যানারের এটি ৬০তম ছবি। রিলিজের দিন বক্স অফিসে খুব একটা বেশি ছাপ না ফেলতে পারলেও দ্বিতীয় দিনে ছবির ব্যবসার অঙ্ক অনেকটাই বেড়েছে।

Uunchai movie

সারা দেশে খুব বেশি সংখ্যক সিনেমাহলে মুক্তি না পেলেও ‘উঁচাই’ প্রথম দিন ১.৮১ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিন একলাফে সেই অঙ্কটা অনেকটাই বেড়েছে। দ্বিতীয় দিন অমিতাভ, বোমান, অনুপমের ছবি ৩.৩০ কোটি টাকা আয় করেছেন, দু’দিনের আয় মিলিয়ে ‘উঁচাই’এর বক্স অফিস কালেকশন এখন এসে দাঁড়িয়েছে ৫.১১ কোটি টাকায়।

জানিয়ে রাখি, সুরজ পরিচালিত এই সিনেমা নিখাদ পারিবারিক ছবি। পরিবারের সঙ্গে বসে দেখার মতো এই ছবির ব্যবসা রবিবার দিন আরও বাড়বে বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ছুটির দিন না হওয়া সত্ত্বেও ‘উঁচাই’ যেভাবে প্রথম দু’দিন ব্যবসা করেছে, তাতে রবিবার সেই অঙ্কটা অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥