সিনেমা হোক বা সিরিয়াল (Serial), যে কোনও কিছুই হিট করতে যেমন দরকার হয় ভালো নায়ক এবং নায়িকার, তেমনই প্রয়োজন পড়ে ভালো ভিলেনেরও (Villains)। নায়ক-নায়িকার সঙ্গে টেক্কা দিয়ে লড়াই করার মতো ভিলেনই যদি না থাকে, তাহলে কিন্তু দর্শকরা একেবারেই মজা পান না। বাংলা টেলিভিশনের ক্ষেত্রেও কিন্তু জিনিসটি ব্যতিক্রম নয়। বাংলা টেলিভিশনে (Bengali serial) এমন বহু ভিলেন রয়েছেন, যাদের দেখেই দর্শকদের গা একেবারে শিউরে ওঠে। নায়ক-নায়িকাদের জীবন একেবারে অতীষ্ট করে তুলেছেন তারা। আজকের প্রতিবেদনে এমনই ৫ ভিলেনের নাম তুলে ধরা হল।
চান্দ্রেয়ী ঘোষ (Chandreyee Ghosh) – তালিকার প্রথম নামটিই হল, বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেত্রী চান্দ্রেয়ীর। একাধিক সিরিয়ালে খলচরিত্রে দেখা গিয়েছে তাকে। গত ১৪ বছর ধরে নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করা চান্দ্রেয়ী এই মুহূর্তে ‘গৌরী এল’ ধারাবাহিকে অভিনয় করছেন। শৈল মায়ের মতো বেজায় ভয়ানক চরিত্রে অভিনয় করছেন চান্দ্রেয়ী।
নন্দিনী চ্যাটার্জি (Nandini Chatterjee) – বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা গিয়েছিল নন্দিনীকে। তবে তিনি যে শুধুমাত্র ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তা নয়, হাতে গোনা কিছু সিরিয়ালে ইতিবাচক চরিত্রেও দেখা গিয়েছিল নন্দিনীকে। বাংলা টেলিভিশন দুনিয়ার এই নামী অভিনেত্রী এখন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে নায়কের সৎ মায়ের ভূমিকায় অভিনয় করছেন।
শাওন দে (Saon Dey) – একইসাথে সমান দক্ষতার সঙ্গে ইতিবাচক এবং নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন শাওন। একদিকে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে মিষ্টি ছোট পিসির চরিত্রে অভিনয় করছেন শাওন। অপরদিকে এতদিন ‘মন ফাগুন’এ হাড় কাঁপানো ভিলেন মনিকা সুরের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। শোনা গিয়েছিল, পর্দার মনিকা সুরকে নাকি রাস্তায় দেখলেও ভয়ে পালাত অনেকে।
অঞ্জনা বসু (Anjana Basu) – বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অঞ্জনা বসু। বহুদিন ধরে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তবে এখন মূলত খলচরিত্রেই দেখা যায় অঞ্জনাকে। তার অভিনীত চরিত্রগুলিতে নেগেটিভ শেডস পাওয়া যায়। এখন অভিনেত্রীকে ‘পিলু’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে।
রূপাঞ্জনা মিত্র ( Rupanjana Mitra) – যেমন সুন্দর দেখতে, তেমনই সুন্দর অভিনয়। বাংলা টেলিভিশন দুনিয়ার সুন্দরী অভিনেত্রী রূপাঞ্জনা এখন ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন। ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকই রয়েছে রূপাঞ্জনা অভিনীত লাবণ্য চরিত্রে।
এতদিন ধরে যেমন দেখা যাচ্ছিল, নায়িকা দীপাকে একেবারেই সহ্য করতে পারতেন না লাবণ্য। তবে এখন সেই দীপাই হয়ে গিয়েছে শাশুড়ির ‘নয়নের মণি’। শাশুড়ি না, একেবারে মায়ের মতো তাকে আগলে রাখেন লাবণ্য।