• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের ইতিহাসের সেরা দেশপ্রেমের ছবি! ‘উরি’ থেকে ‘শেরশাহ’, আজ OTT’তেই দেখে নিন এই ৯ সিনেমা

Published on:

Take a look at the best patriotic movies of Bollywood

আজ সারা দেশজুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপিত হচ্ছে। বহু সংগ্রাম করে এই স্বাধীনতা পেয়েছে ভারত। বহুবার সিনেমার পর্দাতেও ফুটে উঠেছে এই কাহিনী। বলিউডের ইতিহাসে প্রচুর দেশভক্তিমূলক সিনেমা তৈরি হয়েছে। এখন ওটিটি’র এই যুগে যখন ইচ্ছা দেখে নিতে পারেন সেই সব সিনেমা। আজকের এই প্রতিবেদনে বলিউডের (Bollywood) সেরা ৯ দেশপ্রেমমূলক সিনেমার (Patriotic movies) নাম তুলে ধরা হল।

আরআরআর (RRR)- এস এস রাজামৌলীর এই সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল। রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় দেবগণ এবং আলিয়া ভাট অভিনীত এই ছবিতে দেখানো হয়েছিল দুই বিপ্লবীর গল্প। নেটফ্লিক্স, জি ৫, ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ব্লকবাস্টার সিনেমা।

RRR

সর্দার উধম (Sardar Udham)- বিপ্লবী সর্দার উধম সিংয়ের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বলিউডের নামী অভিনেতা ভিকি কৌশল। পরিচালনা করেছিলেন সুজিত সরকার। ঘরে বসে অ্যামাজম প্রাইম ভিডিওয় দেখে নিতে পারেন ‘সর্দার উধম’।

Sardar Udham movie

উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক (Uri: The Surgical Strike)- ভিকি কৌশল অভিনীত আর একটি দুর্দান্ত দেশপ্রেমমূলক সিনেমা হল ‘উরি’। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, সেই ঘটনার ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এই ছবি। ভিকি, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল অভিনীত এই সিনেমা জি ৫’এ দেখতে পারবেন।

Uri The Surgical Strike

আর্টিকেল ১৫ (Article 15)- অনুভব সিনহা পরিচালিত এই ছবির নামও তালিকায় রয়েছেন। ‘আর্টিকেল ১৫’এর মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে জাতপাতের অনেক বিষয় তুলে ধরা হয়েছে। এই ছবিতে আয়ুষ্মান একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন। নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

Article 15 movie

পরমানু (Parmanu: The Story of Pokhran)- ১৯৯৮ সালে রাজস্থানের একটি গ্রামে ভারতীয় সেনাবাহিনী গোপনে একটি পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল। সেই কাহিনীই তুলে ধরা হয়েছে জন আব্রাহাম, ডায়ানা পেন্টি, বোম্যান ইরানি অভিনীত এই সিনেমায়। এই সিনেমাটি জি ৫ এবং নেটফ্লিক্সে দেখা যাবে।

Parmanu_ The Story of Pokhran movie

মেজর (Major)- এই ছবিটি রিলিজ করেছে খুব বেশি দিন হয়নি। তবে দর্শকদের বেশ মুগ্ধ করেছে ছবির কাহিনী এবং অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়। ২০০৮ মুম্বই হামলায় শহীদ হওয়া মেজর সন্দীপ উন্নীকৃষ্ণনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবিটি। আদিবি শেশা অভিনীত এই ছবিটি নেটফ্লিক্সে দেখা যাবে।

Major Movie

শেরশাহ (Shershaah)- ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা কার্গিল যুদ্ধে শহীদ হওয়া ক্যাপ্টেম বিক্রম বাত্রার গল্প দেখানো হয়েছিল। মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মলহোত্রা। এই ছবির ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ সংলাপটি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। এই সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে।

Shershaah

রাজি (Raazi)- আলিয়া ভাট যে কোন মাপের অভিনেত্রী তা মেঘনা গুলজারের এই সিনেমায় বোঝা গিয়েছিল। এই ছবিতে তিনি Raw এজেন্ট সেহমতের চরিত্রে অভিনয় করেছিলেন। আলিয়া, ভিকি কৌশল অভিনীত এই ছবি অ্যামাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে।

Raazi Movie

রকেট্রিঃ দ্য নাম্বি এফেক্ট (Rocketry: The Nambi Effect)- আর মাধবন পরিচালিত এই সিনেমা গত জুলাই মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ইসরোর বিজ্ঞানী নাম্বী নারায়ণনের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই ছবি।

Rocketry The Nambi Effect

মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মাধবন নিজে। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সুপারস্টার শাহরুখ খান এবং সুরিয়াকে। নাম্বী নারায়ণনকে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট তাঁকে নির্দোষ ঘোষণা করেছিল। এই ঘটনায় মাধবনের ছবিতে দেখানো হয়েছে। অ্যামাজন প্রাইম ভিডিও এবং ভুট’এ দেখা যাবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥