• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়ি না রাজপ্রাসাদ! ‘ও আন্থাভা’ খ্যাত সামান্থার বাড়ির অন্দরমহল দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Published on:

Take a look at south Indian actress Samantha Ruth Prabhu luxurious house

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের (South Indian Actress) মধ্যে একজন হলেন সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নিজের কাজের মাধ্যমে কোটি কোটি দর্শককে মুগ্ধ করেছেন তিনি। আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ ছবির ‘ও আন্থাভা’ গানে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের কথা এখনও মনে আছে সিনেপ্রেমী মানুষদের। আজকের প্রতিবেদনে সাউথের এই সুন্দরী অভিনেত্রীর প্রাসাদসম বাড়ির (House) চোখ ধাঁধানো অন্দরমহলের ছবি তুলে ধরা হল।

এই মুহূর্তে সাউথ ইন্ডাস্ট্রির হাইয়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সামান্থা। এক-একটি ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন তিনি। শোনা যাচ্ছে, শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ‘ও আন্থাভা গার্ল’। পরিচালক দীনেশ ভিজানের আগামী সিনেমায় আয়ুষ্মান খুরানার নায়িকা হিসেবে সামান্থাকে দেখা যাবে বলে খবর।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu house

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড- সব জায়গাতেই এখন সামান্থার ডিম্যান্ড তুঙ্গে। জনপ্রিয়তার সঙ্গে অভিনেত্রীর অর্থ, যশও দিন দিন বাড়ছে। তাঁর বাড়ির চোখ ধাঁধানো অন্দরমহল দেখলে সেকথা বেশ বুঝে নেওয়া যায়।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu house

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, ‘শকুন্তলা’ ছবির নায়িকা হায়দ্রাবাদে একটি বিলাসবহুল ডুপ্লেক্সে থাকেন। সেই ডুপ্লেক্সের মূল্য প্রায় ৭.৮ কোটি টাকা। যদিও এই একটি ডুপ্লেক্সই নয়, অভিনেত্রীর আরও দু’টি বাড়ি রয়েছে। এর মধ্যে একটি মুম্বইয়ে রয়েছে এবং দ্বিতীয়টি রয়েছে জুবিলি হিলসে। প্রথমটির মূল্য প্রায় ১৫ কোটি টাকা এবং দ্বিতীয়টির দাম প্রায় ১০০ কোটি টাকা।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu house

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সামান্থা এই মুহূর্তে প্রায় ৮০ কোটি টাকার মালকিন। প্রত্যেক মাসে প্রায় ২৫-৩০ লাখ টাকা আয় করেন তিনি। সামান্থা আগে নিজের বিলাসবহুল বাড়িতে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের সঙ্গে থাকতেন। তবে ডিভোর্সের পর থেকে নিজের পোষ্যদের সঙ্গে বাড়িতে একাই থাকেন দক্ষিণী সুন্দরী।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu house

সামান্থার বিলাসবহুল বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের একাধিক নামী ব্র্যান্ডের গাড়ি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে বিএমডব্লিউ, জাগুয়ার সহ একাধিক লাক্সারি গাড়ি রয়েছে। ভবিষ্যতে সামান্থার সম্পত্তি যে আরও বাড়বে, তা অভিনেত্রীর জনপ্রিয়তা এবং ডিম্যান্ড দেখে বেশ বোঝাই যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥