• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাক থেকে ঠোঁট, সবই প্লাস্টিকের! শিল্পা শেট্টির পুরনো ছবি দেখলে নায়িকাকে চেনা দায়, রইল ছবি

Published on:

Shilpa Shetty now and then photos ar unidentifiiable

বলিউডের অন্যতম নামী তো বটেই, অন্যতম চর্চিত অভিনেত্রীদের তালিকাতেও নাম থাকবে শিল্পা শেট্টির (Shilpa Shetty)। কখনও নিজের কাজের জন্য, কখনও নিজের দুর্দান্ত ফিটনেসের জন্য, আবার কখনও  স্বামী রাজ কুন্দ্রার জন্য- শিল্পা সবসময়ই কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসেনই।

Take a look at Shilpa Shetty’s transformation

বলিপাড়ার এই নায়িকার প্রচুর অনুরাগীও রয়েছেন। এই সুন্দরী নায়িকাকে এক ঝলক দেখবেন বলে সব সময় মুখিয়ে থাকেন তাঁরা। তবে আপনি কি জানেন, শিল্পার যে এত রূপ, তা সবটাই প্লাস্টিক সার্জারির (Plastic surgery) সৌজন্যে। আসলে কিন্তু নায়িকাকে দেখতে মোটেই এতটা সুন্দর না।

Shilpa Shetty

শিল্পার যখন কেরিয়ার শুরু হয় তখন তাঁকে একেবারেই অন্যরকমের দেখতে ছিল। নায়িকার গায়ের রঙও খুব বেশি ফর্সা ছিল না। তবে ফিল্মি দুনিয়ায় পা রেখে যশ, খ্যাতি, অর্থ উপার্জনের পর থেকেই নিজের ট্রান্সফরমেশনের (Transformation) ওপর কাজ করা শুরু করেন তিনি। আর আজ প্লাস্টিক সার্জারির সৌজন্যে তাঁর রূপের দ্যুতির সামনে দাঁড়ানো দায়।

Shilpa Shetty

মুখ থেকে শুরু করে নাক হয়ে ঠোঁট- শিল্পা নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য সবেতেই প্লাস্টিক সার্জারি করিয়েছেন। শোনা যায়, নায়িকার নাকি মনে হতো তাঁর নাক বেশ মোটা। সেই কারণে সেটি সরু করান তিনি। আবার ঠোঁট নাকি বেশিই সরু মনে হতো, সেই কারণে ‘লিপ জব’ করিয়েছিলেন রাজ কুন্দ্রার ঘরণী। এর পাশাপাশি গায়ের রঙ ফর্সা করার জন্যেও উনি ট্রিটমেন্ট করিয়েছিলেন।

Shilpa Shetty old pic

তবে শিল্পাই শুধু নন, বি টাউনের বেশিরভাগ নায়িকাই কিন্তু নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নেন। তবে শিল্পা একটি ক্ষেত্রে তাঁদের থেকে আলাদা। বলিউডের বহু নায়িকা প্লাস্টিক সার্জারি করিয়েও সেকথা সর্বসমক্ষে স্বীকার করেন না। কিন্তু শিল্পা বরাবর সত্যিটা সকলের সামনে মেনে নিয়েছেন।

Shilpa Shetty old pic

শিল্পা একবার এই বিষয়ে বলেছিলেন, ‘হ্যাঁ আমি প্লাস্টিক সার্জারি করিয়েছি। এতে লুকোনোর কী আছে?’ সার্জারি করানোর পর বলিপাড়ার এই নায়িকার রূপ যেমন বেড়েছে। তেমনই আবার যোগা এবং মেডিটেশনের সাহায্যে ৪৭ বছর বয়সেও নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি। সব মিলিয়ে দুই সন্তানের  জননী শিল্পা কিন্তু এখনও চাইলে যে কোনও অষ্টাদশীকে টেক্কা দিতে পারবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥