• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আবারও বড়সড় চমক নিয়ে আসছে Big Boss, অঙ্কিতা থেকে প্রাচী রইল সিজেন ১৬-র প্রতিযোগী, রিলিজ ডেট

Published on:

Take a look at probable contestants of Bigg Boss 16

সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ শো’টি (Bigg Boss) ভারতের জনপ্রিয়তম রিয়্যালিটি শোগুলির মধ্যে একটি। এই শোয়ের অংশ হওয়ার জন্য মুখিয়ে থাকেন বিনোদন দুনিয়ার একাধিক তারকা। সিদ্ধার্থ শুক্লা থেকে শুরু করে আসিম রিয়াজ, শেহনাজ গিল থেকে শুরু করে প্রিয়াঙ্ক শর্মা- একাধিক জনপ্রিয় তারকা এই শোয়ের হাত ধরে কেরিয়ারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন।

তবে এনারা তো অতীত। এবার আসতে চলেছে ‘বিগ বস ১৬’ (Bigg Boss 16)। সলমনের শোয়ের নতুন সিজনের তোরজোড় শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল ‘বিগ বস’এর ঘরের একাধিক ছবি। জানা যাচ্ছে, এবারের থিম হতে চলেছে ‘অ্যাকোয়া’। তবে এবার শুধুমাত্র শোয়ের থিমই নয়, শোয়ের বেশ কয়েকজন সম্ভাব্য প্রতিযোগীদের (Probable contestants) নামও সামনে এসেছে।

Salman Khan in Bigg Boss

সলমনের শোয়ের প্রতিযোগী হিসেবে শোনা গিয়েছে টেলিভিশন দুনিয়ার একাধিক তারকার নাম। তবে শুধুমাত্র টিভির দুনিয়ারই নন, বলিউডেরও বেশ কিছু তারকাকে আসন্ন ‘বিগ বস’এ দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

জানা গিয়েছে, ‘বিগ বস ১৬’এর অংশ হতে চলেছেন বলিউড এবং হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় মুখ প্রাচী দেশাই এবং অঙ্কিতা লোখান্ডেকে। ‘কসম সে’ সিরিয়ালের বানী এবং ‘পবিত্র রিশ্তা’র অর্চনাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Ankita Lokhande and Prachi Desai

তবে শুধুমাত্র প্রাচী এবং অঙ্কিতাই নন, ‘বিগ বস ১৬’এর অংশ হতে চলেছেন বিনোদন দুনিয়ার আরও বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। ছোট পর্দার বানী এবং অর্চনা বাদে সলমনের শোয়ে থাকতে চলেছেন, দিশা পারমার, মোহিত সেহগল, ভিভিয়ান দিসেনা, কনিকা মান, সায়শা শিন্দে এবং অঞ্জলি অরোরা। শোনা যাচ্ছে, এই ৮ তারকার সঙ্গেই ‘বিগ বস’ নির্মাতাদের কথাবার্তাও হয়ে গিয়েছে।

সলমন খান সঞ্চালিত শোয়ের শেষ সিজনের কথা যদি বলা হয়, তাহলে ‘বিগ বস ১৫’তেও অংশগ্রহণ করেছিলেন বিনোদন দুনিয়ার একাধিক জনপ্রিয় মুখ। তবে শেষ পর্যন্ত বাজিমাত করেছিলেন ‘স্বরাগিনী’, ‘নাগিন’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী তেজস্বী প্রকাশ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥