• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটা ছবিতেই খরচ ৬০০ কোটি! ‘আরআরআর’ থেকে ‘রাধে শ্যাম’ রইল ভারতীয় সবচাইতে দামি সিনেমার তালিকা

Published on:

most expencive movies of indiian histry crossing 550 crore

একটি সাধারণ সাদামাটা সিনেমা তৈরিও যে লাখ টাকার গল্প সেকথা কমবেশি প্রায় প্রত্যেকেই জানেন। তবে একটি জাঁকজমকপূর্ণ ছবি তৈরির খরচ কয়েক কোটি টাকা। অনেক ক্ষেত্রে সেই অঙ্কটা কয়েকশো কোটিও পেরিয়ে যায়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন বহু ছবি রয়েছে, যেগুলি তৈরি করতে নির্মাতাদের প্রায় কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। আজ ভারতীয় সিনেমার (Indian movies) ইতিহাসের সবচেয়ে দামি ৬ সিনেমার নাম একটু জেনে নেওয়া যাক।

আরআরআর (RRR)- ২০২২ সালে মুক্তি পেয়েছিল জুনিয়র এনটিআর, রাম চরণ, অজয় দেবগণ, আলিয়া ভাট অভিনীত এই ছবিটি। মূলত তেলেগু ভাষায় তৈরি হলেও, সর্বভারতীয় স্তরে ছবিটি জনপ্রিয়তা লাভ করেছিল। ছবিটি ডাব করে মোট ৫টি ভিন্ন ভাষায় মুক্তি পেয়েছিল। মাল্টি-স্টারার এই সিনেমাটি তৈরি করে নির্মাতাদের ৫৫০ কোটি টাকা খরচ হয়েছিল।

RRR making cost

২.০ (2.0)- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন রজনীকান্ত, অক্ষয় কুমার। পক্ষীরাজনের চরিত্রে ‘খিলাড়ি’র অভিনয় দর্শকদের প্রশংসা লাভ করেছিল। ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৫০০ কোটি টাকা। বক্স অফিসেও ভালো ব্যবসা করেছিল ছবিটি।

2.0 making cost

সাহো (Saaho)- দক্ষিণের সুপারস্টার ‘বাহুবলী’ প্রভাস অভিনীত এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে। তাঁর বিপরীতে দেখা গিয়েছিল বলিউডের নামী অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে। ছবিটির মোট বাজেট  ছিল ৩৫০ কোটি টাকা। বক্স অফিসে এক প্রকার ঝড় তুলেছিল ছবিটি।

Saaho making cost

থাগস অফ হিন্দোস্তান (Thugs of Hindostan)- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমিতাভ বচ্চন, আমির খান, ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিটি। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। কিন্তু ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ৩১০ কোটি টাকা।

Thugs of Hindostan making cost

রাধে শ্যাম (Radhe Shyam)- চলতি বছর, অর্থাৎ ২০২২ সালে মুক্তি পেয়েছে প্রভাস এবং পূজা হেগড়ে অভিনীত এই ছবিটি। ছবিটি তৈরি করতে নির্মাতাদের ৩০০ কোটি টাকা খরচ হয়েছিল। কিন্তু ছবিটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল।

Radhe Shyam making cost

সে রা নরসিমা রেড্ডি (Sye Raa Narasimha Reddy)- ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। মূলত তেলেগু ভাষায় ছবিটি নির্মাণ করা হয়েছিল। ছবিটি তৈরির পিছনে নির্মাতাদের ২৭০ কোটি টাকা খরচ হয়েছিল।

sye raa narasimha reddy

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥