• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সালমান ফেল, OTT’তে কাজ করে আজ বলিউড সুপারস্টারদের থেকেও বড়লোক এই ১০ তারকা!

এই মুহূর্তে সিনেমা কিংবা সিরিয়ালের থেকে দর্শকরা অনেক বেশি পছন্দ করছেন ওয়েব সিরিজ (Web Series)। সেই কারণে বলিউডের তারকারাও ধীরে ধীরে ওটিটি’র দিকেই ঝুঁকছেন। এই মাধ্যমে একদিকে যেমন নিজের অভিনয় প্রতিভা প্রদর্শনের সুযোগ রয়েছে, তেমনই রয়েছে মোটা টাকা পারিশ্রমিক পাওয়ার সুযোগও। আজকের প্রতিবেদনে ওটিটি’র (OTT) দুনিয়ার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীর (Highest paid actors) নাম তুলে ধরা হল।

প্রতীক গান্ধী (Pratik Gandhi)- ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজে হর্ষদ মেহতার চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন প্রতীক। জনপ্রিয় এই ওয়েব সিরিজে অভিনয়ের জন্য মোটা টাকা পারিশ্রমিকও নিয়েছেন তিনি। জানা গিয়েছে, ‘স্ক্যাম ১৯৯২’এর প্রত্যেক পর্বের জন্য ৫ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়েছেন প্রতীক।

   

Pratik Gandhi in Scam 1992, Pratik Gandhi fees for Scam 1992

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির এই নামী অভিনেত্রী হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় পা রেখেছেন। মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের মাধ্যমে ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছেন সামান্থা। রাজির চরিত্রে অ্যাকশন করে দর্শকদের তাক লাগিয়েছেন তিনি। জানা গিয়েছে, এই চরিত্রের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।

Samantha Ruth Prabhu, Samantha Ruth Prabhu fees for The Family Man

আলি ফজল (Ali Fazal)- ‘মির্জাপুর’এ গুড্ডু ভাইয়ার চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন আলি। ওটিটি’র সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার লিস্টে নাম রয়েছে তাঁরও। জানা গিয়েছে, এই সিরিজের প্রত্যেক পর্বের জন্য ১২ লাখ টাকা নিয়েছেন আলি।

Ali Fazal, Ali Fazal fees for Mirzapur

রাধিকা আপ্তে (Radhika Apte)- জনপ্রিয় ‘সেক্রেড গেমস’এ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন রাধিকা। এই সিরিজে একজন স্পেশ্যাল এজেন্টের চরিত্রে দেখা গিয়েছিল বলি সুন্দরীকে। মিডিয়া রিপোর্ট অনুসারে, এই সিরিজের জন্য ৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন রাধিকা।

Radhika Apte in Sacred Games, Radhika Apte fees for Sacred Games

নওয়াজউদ্দিন সিদ্দিকী  (Nawazuddin Siddiqui)- শুধুমাত্র বলিউডেই নয়, ওটিটি’র দুনিয়াতেও রাজত্ব করছেন নওয়াজউদ্দিন। ‘সেক্রেড গেমস’ সিরিজে তাঁর অভিনয় দর্শকদের দারুণ পছন্দ হয়েছিল। জানা গিয়েছে, এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য ১০ কোটি টাকা নিয়েছিলেন নওয়াজ। জানা গিয়েছে, নওয়াজের আসন্ন বেশ কিছু ছবিও ওটিটি’তেই মুক্তি পেতে চলেছে।

Nawazuddin Siddiqui, Nawazuddin Siddiqui fees for Sacred Games

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)- এই মুহূর্তে ওটিটি’র দুনিয়ার তো বটেই, বলিউডেরও সেরা অভিনেতাদের মধ্যে একজন হলেন পঙ্কজ। ‘মির্জাপুর’ সিরিজে কালীন ভাইয়ার চরিত্র এবং ‘সেক্রেড গেমস’ সিরিজে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। জানা গিয়েছে, ‘মির্জাপুর’এর প্রথম সিজনের জন্য ১০ কোটি টাকা এবং ‘সেক্রেড গেমস ২’এর জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন পঙ্কজ।

Pankaj Tripathi in Sacred Games, Pankaj Tripathi in Mirzapur, Pankaj Tripathi fees for Sacred Games, Pankaj Tripathi fees for Mirzapur

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)- বলিউডে খুব একটা নাম না করতে পারলেও, ওয়েব দুনিয়ার শীর্ষ স্থানীয় অভিনেতাদের মধ্যে একজন হয়ে উঠেছেন মনোজ। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে শ্রীয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা আদায় করেছেন অভিনেতা। জানা গিয়েছে, এই সিরিজের দ্বিতীয় সিজনের জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন মনোজ।

Manoj Bajpayee, Manoj Bajpayee fees for The Family Man

জীতেন্দ্র কুমার (Jitendra Kumar)- জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’এ সচিবজির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জীতেন্দ্র কুমার। যদিও এটি তাঁর প্রথম ওয়েব সিরিজ নয়, এর আগেও বহু সিরিজে অভিনয় করেছেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘পঞ্চায়েত ২’র জন্য তিনি ৪ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। এই মুহূর্তে জীতেন্দ্রর প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

Jitendra Kumar, Jitendra Kumar fees for Panchayat 2

সুনীল গ্রোভার (Sunil Grover)- কমেডিয়ান হিসেবে খ্যাত সুনীল গ্রোভার অত্যন্ত দক্ষ একজন অভিনেতা। বেশ কয়েকটি সিনেমা, সিরিজে অভিনয় করেছেন তিনি। ‘তাণ্ডব’ সিরিজে সুনীলের অভিনয় এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই সিরিজের প্রত্যেক এপিসোডের জন্য ৫ লাখ টাকা করে পারিশ্রমিক নিয়েছিলেন সুনীল।

Sunil Grover, Sunil Grover fees for Tandav

সইফ আলি খান (Saif Ali Khan)- ওটিটি’র দুনিয়ার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া শিল্পী হলেন বলিউডের নামী অভিনেতা সইফ আলি খান। ‘সেক্রেড গেমস’ সিরিজে সরতাজ সিং চরিত্রে অভিনয় করে দর্শকদের ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি।

Saif Ali Khan, Saif Ali Khan fees for Sacred Games

বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম না তুলতে পারলেও ওটিটি’র দুনিয়ায় কিন্তু তুলে ফেলেছেন। মিডিয়া রিপোর্ট অনুসারে, ‘সেক্রেড গেমস’এ অভিনয়ের জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন সইফ। ওটিটি’র দুনিয়ায় এর চেয়ে বেশি পারিশ্রমিক আর কোনও শিল্পী পাননি।