• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদার থেকে ২৫ বছরের ছোট বোন! বলিউডের এই ভাই-বোনেদের বয়সের ফারাক অবাক করে দেওয়ার মত

Published on:

Take a look at bollywood siblings with huge age gap

আগামী ১১ আগস্ট সারা দেশ জুড়ে উদযাপিত হবে রাখি বন্ধন (Raksha Bandhan)। ভাইবোনের সুন্দর সম্পর্ককে উদযাপন করে এই বিশেষ দিনটি। বলিউড বহু তারকাও নিজেদের ভাইবোনের সঙ্গে এই দিনটি উদযাপনে মেতে ওঠেন। তবে জানেন, এই বলিউডের (Bollywood) অন্দরেই এমন বহু ভাইবোনের (Siblings) জুটি রয়েছে যাঁদের বয়সে রয়েছে বিস্তর ফারাক (Huge age gap)। অনেক ক্ষেত্রে তো দেখা গিয়েছে, দাদার সন্তানের বয়স আর তাঁর বোনের বয়সে বেশি ফারাক নেই। আজ বলিপাড়ার এমন তারকাদের নামই একটু জেনে নেওয়া যাক যারা ভাই বোন হলেও তাদের বয়সের বিরাট ফারাক রয়েছে।

সানি দেওল এবং ঈশা দেওল (Sunny Deol and Esha Deol)- ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর কন্যা ঈশা তাঁর দাদা  সানির থেকে প্রায় ২৫ বছরের এবং ববির থেকে ১৩ বছরের ছোট। জানিয়ে রাখা প্রয়োজন, ঈশা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমার কন্যা এবং সানি ও ববি অভিনেতার প্রথম স্ত্রীর সন্তান।

Sunny Deol and Esha Deol

ত্রিশলা দত্ত (Trishala Dutt)- সঞ্জয় দত্ত এবং তাঁর প্রথম স্ত্রীর কন্যা ত্রিশলা দত্ত তাঁর ভাইবোন। শাহরান এবং ইকরার থেকে প্রায় ২২ বছরের বড়। উল্লেখ্য, শাহরান এবং ইকরা সঞ্জুর তৃতীয় স্ত্রী মান্যতার যমজ সন্তান।

Trishala Dutt with Sanjay Manyata and their kids

সারা আলি খান এবং তৈমুর আলি খান (Sara Ali Khan and Taimur Ali Khan)- সইফ আলি খান এবং অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান তৈমুর এবং জাহাঙ্গীরের থেকে যথাক্রমে ২১ এবং ২৪ বছরের বড়। জানিয়ে রাখা প্রয়োজন, সারা সইফের প্রথম স্ত্রীর সন্তান এবং তৈমুর ও জাহাঙ্গীর অভিনেতার দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর খানের সন্তান।

Sara Ali Khan and Taimur Ali Khan

পূজা ভাট এবং আলিয়া ভাট (Pooja Bhatt and Alia Bhatt)- পরিচালক মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণের কন্যা পূজা আলিয়ার থেকে ২১ বছরের বড়। যদিও রণবীর ঘরণী মহেশ এবং কিরণের সন্তান নন। বরং পরিচালক এবং তাঁর দ্বিতীয় স্ত্রী সোনি রাজদানের কন্যা।

Alia Bhatt and Pooja Bhatt

জুনেইদ খান এবং আজাদ খান (Junaid Khan and Azad Rao Khan)- আমির খান এবং কিরণ রাওয়ের সন্তান আজাদ রাও খান তাঁর দুই দাদা-দিদি জুনেইদ এবং ইরার থেকে যথাক্রমে ১৯ ও ১৬ বছরের ছোট। উল্লেখ্য, জুনেইদ এবং ইরা আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সন্তান।

Junaid Khan and Azad Rao Khan

অর্জুন কাপুর এবং জাহ্নবী কাপুর (Arjun Kapoor and Janhvi Kapoor)- বনি কাপুরদের সন্তানদের মধ্যেও বয়সের প্রচুর ফারাক রয়েছে। বনি এবং তাঁর প্রথম স্ত্রীর পুত্র অর্জুন জাহ্নবীর থেকে ১২ এবং খুশির থেকে ১৬ বছরের বড়। জানিয়ে রাখা প্রয়োজন, জাহ্নবী এবং খুশি যথাক্রমে বলি অভিনেত্রী শ্রীদেবীর সন্তান।

Arjun Kapoor and Jahnvi Kapoor

আরিয়ান খান এবং আব্রাম খান (Aryan Khan and Abram Khan)- এই তালিকায় নাম রয়েছে শাহরুখ খান এবং গৌরী খানের তিন সন্তানেরও। আরিয়ান এবং সুহানা তাঁদের ছোট ভাই আব্রামের থেকে যথাক্রমে ১৬ ও ১৩ বছরের বড়।

Aryan Khan and Abram Khan

শাহিদ কাপুর এবং ঈশান খট্টর (Shahid Kapoor and Ishan Khatter)- বলিউডের দুই নামী অভিনেতা শাহিদ কাপুর এবং ঈশান খট্টর যে নিজের ভাই নন, দর্শক একথা অজানা নয়।

Shahid Kapoor and Ishan Khatter

শাহিদ তাঁর ভাই ঈশানের থেকে প্রায় ১৫ বছরের বড় এবং বোন সানা কাপুরে থেকে প্রায় ১০ বছরের ছোট। উল্লেখ্য, শাহিদ অভিনেতা পঙ্কজ কাপুর ও অভিনেত্রী নীলিমা আজিমের পুত্র। অপরদিকে ঈশান ও সানা যথাক্রমে নীলিমা ও রাজেশ খট্টরের পুত্র এবং পঙ্কজ ও অভিনেত্রী সুপ্রিয়া পাঠকের মেয়ে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥