• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দৌলতে কোটিপতি, থাকেন রাজার হালে! রইল সুনীল শেট্টির এলাহী বাংলোর অন্দরের ট্যুর ভিডিও

Published on:

Take a look at Bollywood actor Suniel Shetty Khandala house, watch video

বলিউডের জনপ্রিয় অভিনেতাদের (Bollywood actor) নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে সুনীল শেট্টির (Suniel Shetty)। বি টাউনের ‘আন্না’ কাজ করেছেন বহু সুপারহিট ছবিতে। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে স্থান করে নিয়েছেন দর্শকমনে। আজকের প্রতিবেদনে এই সুনীলের বাড়িরই চোখ ধাঁধানো অন্দরমহলের ছবি, ভিডিও তুলে ধরা হল।

‘হেরা ফেরি’, ‘দে দনা দন’ সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা সুনীল বলিউডে পা রেখেছিলেন ১৯৯২ সালে। ‘বলবান’ ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। যত সময় এগিয়েছে ততই বেড়েছে অভিনেতার জনপ্রিয়তা। সেই সঙ্গেই বেড়েছে সম্পত্তিও।

Suniel Shetty Khandala house

সুনীল অবশ্য শুধুমাত্র একজন অভিনেতাই নন, অত্যন্ত সফল ব্যবসায়ীও। ব্যবসার মাধ্যমেও মোটা টাকা আয় করেন তিনি। স্বাভাবিকভাবেই অত্যন্ত লাক্সারি জীবনযাপন করেন সুনীল-সহ সম্পূর্ণ শেট্টি পরিবার। অভিনেতার একটি বিলাসবহুল বাড়ি এবং একটি ফার্ম হাউস রয়েছে। আজকের প্রতিবেদনে সুনীলের খান্ডালার বাড়ির (Suniel Shetty Khandala house) ছবি, ভিডিও তুলে ধরা হল, যা দেখলে আপনি প্রেমে পড়বেনই।

Suniel Shetty Khandala house

বি টাউনের ‘আন্না’র যে বাড়ির কথা বলা হচ্ছে এখানে সেটির ঝলক তিনি নিজে অনুরাগীদের দেখিয়েছেন। অভিনেতা প্রকৃতির দিকে খেয়াল রেখে এই বাড়িটি তৈরি করেছিলেন। যা দেখার দিক থেকে কোনও রিসর্টের থেকে কম যায় না।

Suniel Shetty Khandala house

শোনা যায়, সুনীল নিজের খান্ডালার বাড়ির নাম রেখেছেন ‘জাহান’। এই বাড়ির বেশিরভাগ জিনিস পাথর কিংবা কাঠের তৈরি। বাড়ির বাইরে তো বটেই, ভিতরেও রয়েছে গাছগাছালিতে ঘেরা। পাহাড় এবং প্রকৃতির কোলে নিজের এই বাড়ি তৈরি করেছেন অভিনেতা।

শহরের কোলাহল ভরা জীবন থেকে দূরে সরে মাঝেমধ্যেই খান্ডালার এই বাড়িতে চলে যান সুনীল। শুধু উনি একাই নন, ওনার ছেলে আহানেরও এই বাড়িতে সময় কাটাতে খুব ভালোলাগে বলে জানা গিয়েছে। সুইমিং পুল থেকে শুরু করে ব্যক্তিগত থিয়েটার, ‘আন্না’র এই বাড়িতে সব ধরণের সুবিধা রয়েছে। অভিনেতার এই বিলাসবহুল বাড়ি যদি ঘুরে দেখেন তাহলে সত্যিই মুগ্ধ হওয়া ছাড়া কোনও উপায় নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥