• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ডিভোর্সের খরচেই হতে হবে ভিখারি! প্রায় ৪০০ কোটি খরচ করে বিচ্ছেদ হয়েছে এই ৬তারকা জুটির

Updated on:

Take a look at 6 most expensive divorce of Bollywood

বলিউডে সম্পর্কের ভাঙাগড়া লেগেই থাকে। আজ কোনও নতুন সম্পর্ক তৈরি হচ্ছে। আবার আগামীকালই হয়তো শোনা যাচ্ছে সেই সম্পর্ক আর নেই। বি টাউনে বহু তারকার বিয়েও ভাঙতে দেখা গিয়েছে। আর স্বাভাবিকভাবেই যেহেতু এখানে বলি তারকার বিয়ে ভাঙার কথা হচ্ছে, তাই সেই ডিভোর্সের খরচও প্রচুর। অনেক সময় তো দেখা গিয়েছে, বলি (Bollywood) তারকার স্ত্রীয়েরা খোরপোষ হিসেবে যে টাকা পেয়েছেন, তা দিয়ে সাধারণ মানুষ পাঁচ জন্ম বসে খেতে পারবে। আজ বলিপাড়ার এমনই ৬টি হাইপ্রোফাইল বিবাহ বিচ্ছেদের (Expensive divorce) কথা একটু জেনে নেওয়া যাক।

ঋত্বিক রোশন এবং সুজান খান (Hrithik Roshan and Sussanne Khan)- বলিউডের ইতিহাসের সবচেয়ে দামি ডিভোর্স হল ঋত্বিক এবং সুজানের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে ৩৮০ কোটি টাকা দিয়েছিলেন বলিউডের ‘গ্রিক গড’।

Hrithik Roshan and Sussanne Khan

সইফ আলি খান এবং অমৃতা সিং (Saif Ali Khan and Amrita Singh)- সইফ এবং অমৃতা যখন সাত পাক ঘোরেন, তখন তা নিয়ে কম চর্চা হয়নি। কারণ এই বিয়ের ক্ষেত্রে পাত্রের চেয়ে পাত্রীর বয়স ছিল বেশি। তবে সেই বিয়ে টিকেছিল মাত্র ১৩ বছর। এরপর বিচ্ছেদের পথে হাঁটেন এই দুই তারকা। শোনা যায়, ডিভোর্সের বদলে সইফের থেকে ৫ কোটি টাকা পেয়েছিলেন বলি সুন্দরী।

Saif Ali Khan and Amrita Singh wedding

করিশ্মা কাপুর এবং সঞ্জয় কাপুর (Karishma Kapoor and Sunjay Kapur)- এই তালিকায় নাম রয়েছেন রণধীর কাপুরের কন্যা করিশ্মা কাপুরেরও। ২০১৪ সালে স্বামী সঞ্জয় কাপুরকে ডিভোর্স দিয়েছিলেন অভিনেত্রী। শোনা যায়, ডিভোর্সের পর অভিনেত্রীকে একটি বাড়ি, ১৪ কোটির বন্ড দিয়েছিলেন সঞ্জয়। এছাড়াও সন্তানদের জন্য নায়িকাকে প্রত্যেক মাসে ১০ লাখ টাকা করে দেন তিনি।

Karishma Kapoor and Sunjay Kapoor

আরবাজ খান এবং মালাইকা অরোরা (Arbaaz Khan and Malaika Arora)- দেড় দশকেরও বেশি সংসার করার পর ২০১৭ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন আরবাজ এবং মালাইকা। শোনা যায়, বিচ্ছেদের পর সলমনের ভাইয়ের থেকে ১০ কোটি টাকা ভরণপোষণ চেয়েছিলেন অভিনেত্রী।

Arbaaz Khan and Malaika Arora

ফারহান আখতার এবং অধুনা আখতার (Farhan Akhtar and Adhuna Akhtar)- শিবানী ডান্ডেকরের সঙ্গে সাত পাক ঘোরার আগে অধুনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা, পরিচালক ফারহান আখতার। তবে সেই বিয়ে বেশিদিন টেকেনি। বিচ্ছেদের পর অধুনা এবং মেয়েদের একটি বাংলো দিয়েছিলেন অভিনেতা। এছাড়াও প্রত্যেক মাসে খোরপোষ হিসেবে একটি মোটা অঙ্কের টাকা দেন ফারহান।

Farhan Akhtar and Adhuna Akhtar

নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু (Naga Chaitanya and Samantha Ruth Prabhu)- দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় জুটি বিচ্ছেদের পথে হেঁটেছে বেশি সময় হয়নি। তাঁদের ডিভোর্সের পর শোনা গিয়েছিল, নাগার থেকে নাকি ২৫০ কোটি টাকা দাবি করেছিলেন অভিনেত্রী।

Naga Chaitanya and Samantha Ruth Prabhu

যদিও পরে এই সকল দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলেন সামান্থা। সঙ্গে এও জানিয়েছিলেন, নাগার থেকে এক পয়সাও নিতে চান না তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥