• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রামায়ণ দেখে নিজেকে রাম মনে করে তৈমুর! দাবি বাবা সইফ আলি খানের

Published on:

পেট থেকে পড়ার পরেই নবাব পুত্র তৈমুরের ফ্যান ফলোয়ার্সের ছড়াছড়ি। বাবা সইফ মা করিনা হলে কী হবে? জনপ্রিয়তার দিক থেকে তাদের থেকে কোনোও অংশেই পিছিয়ে নেই এই ৪ বছরের খুদে। ইতিমধ্যেই রয়েছে তার অসংখ্য ফ্যান ক্লাব। তার পছন্দ, অপছন্দ, লাইফস্টাইল সব জানার জন্য মুখিয়ে থাকে তার ভক্তকূল। তবে খুব শিগগিরই তার আদরে ভাগ বসাতে আসছে করিনা সইফের দ্বিতীয় সন্তান।

করিনা সইফের সাথে মাঝেমধ্যেই ঘুরতে দেখা যায় খুদে নবাবকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৈমুরকে নিয়ে অনেক খোশ গল্প করেন বলিউডের নবাব সইফ। জানান, নাচ, গান এবং আঁকতে খুব পছন্দ করে তৈমুর। এছাড়াও তার প্রিয় শো রামায়ণ, সেই শো দেখে নাকি নিজেকেই রাম ভাবে তৈমুর। এদিকে এদিনের সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, ছেলেকে ভবিষ্যতে অভিনেতা হিসেবেই দেখতে চান তিনি। তিনি বলেন, “আমি চাই তৈমুর ভালো কাজ করুক, একজন ভালো অভিনেতা হয়ে উঠুক”।

মাত্র ৪ বছর বয়স তৈমুরের, কথাটুকুও ফোটেনি ঠিক করে কিন্তু তবুও তার জনপ্রিয়তা টেক্কা দিতে পারে যেকোনো বলি তারকাকে। কিউটনেস বম্ব তৈমুরের আদলে পুতুল তৈরি হয়েও দোকানে দোকানে বিকিয়েছে একসময়।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥