• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৈমুরের আয়ার বেতন কত জানেন? মাইনের অঙ্কটা প্রধানমন্ত্রীকেও লজ্জায় ফেলে দেবে!

Published on:

Taimur Ali Khan,Nanny,Salary,Kareena Kapoor Khan,Saif Ali Khan,Bollywood,Entertainment,Entertainment news,তৈমুর আলি খান,আয়া,ন্যানি,মাইনে,বেতন,করিনা কাপুর খান,সইফ আলি খান,বলিউড,বিনোদন,বিনোদনের খবর,Taimur Ali Khan nanny,Taimur Ali Khan nanny salary,তৈমুর আলি খানের আয়া,তৈমুর আলি খানের ন্যানি,তৈমুর আলি খানের আয়ার মাইনে,তৈমুর আলি খানের ন্যানির মাইনে,তৈমুর আলি খান আয়ার বেতন,তৈমুর আলি খানের ন্যানির বেতন,Indian currency,Indian note,ভারতীয় টাকা,ভারতীয় মুদ্রা

বলিউডের জনপ্রিয়তম তারকাসন্তানদের মধ্যে একজন হল তৈমুর আলি খান (Taimur Ali Khan)। সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) বড় ছেলে নেটিজেনদের নয়নের মণি। এইটুকু বয়সেই জনপ্রিয়তার নিরিখে বড় বড় বলিউড (Bollywood) তারকাদের টেক্কা দেয় সে। অনেকে তো এখনই বলে দিয়েছে, তৈমুর হল ভবিষ্যতের সুপারস্টার।

করিনা-পুত্রের জন্মের পর থেকেই তাঁকে একগুচ্ছ ক্যামেরা ঘিরে রাখে। ছোট্ট তৈমুরকে এক ঝলক দেখার জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা। তবে শুধু ‘সইফিনা’র ছেলেই নয়, সমাজমাধ্যমে তৈমুরের আয়াও (Taimur Ali Khan Nanny) কিন্তু বেশ ভালো জনপ্রিয়। সারাদিন ছোট্ট তৈমুরের খেয়াল রাখেন তিনি। তাঁর কাছে ছেলেকে রেখে নিশ্চিন্তে কাজে বেরিয়ে পড়েন সইফ-করিনা। জানেন এই কাজের জন্য কত টাকা মাইনে (Salary) পান তিনি?

Taimur Ali Khan, Taimur Ali Khan nanny, Taimur Ali Khan nanny salary

তৈমুর ছোট থেকে তার আয়ার কাছেই থাকে। ন্যানি সবসময় আগলে রাখে সইফ-করিনার ছেলেকে। বাড়িতে তো বটেই, বাড়ির বাইরে গেলেও তৈমুরের সঙ্গে যায় তার ন্যানি। স্কুল থেকে শুরু করে বলিউডের নামী পার্টি- সব সময় ‘সইফিনা’র ছেলের ছায়াসঙ্গী হিসেবে দেখা যায় তার আয়াকে।

পরনে থাকে সাদা এবং হালকা নীল রঙের পোশাক, মাথায় কাঁচা পাকা চুল- মাঝ বয়সী আয়াকে ভীষণ ভালোবাসে তৈমুর। একজন অভিভাবকের মতো তিনি যেমন বি টাউনের এই নামী স্টারকিডকে ভালোবাসেন, তেমনই আবার প্রয়োজন পড়লে শাসনও করেন। বিশেষত তৈমুরের ওপর পাপারাৎজিরা হামলে পড়লে প্রতিবাদ করতে দেখা যায় তাঁকে।

Taimur Ali Khan, Taimur Ali Khan nanny, Taimur Ali Khan nanny salary

‘নবাবপুত্তুর’ তৈমুরের যিনি দেখভাল করেন স্বাভাবিকভাবেই তাঁর মাইনেটাও নেহাত কম নয়। প্রচুর নেটিজেন তৈমুরের ন্যানির বেতনের অঙ্কটা জানতে চান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই খবর। টাকার অঙ্কটা শুনলে মাথা ঘুরে যেতে পারে আমজনতার।

শোনা যায়, তৈমুরকে দেখাশোনা করার জন্য ন্যানিকে প্রত্যেক মাসে ২ লাখ টাকা মাইনে দেন সইফ-করিনা। বি টাউনের এই তারকাজুটি একবার এক সাক্ষাৎকারে বলেছিল, সন্তানের সুরক্ষার কাছে এই টাকার অঙ্কটা কিছুই না। তৈমুর তার আয়ার কাছে সুরক্ষিত থাকে, ভালো থাকে। সেই জন্য তাঁরাও নিশ্চিন্তে নিজেদের কাজ করতে পারেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥