• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুল ছুটি হতেই ফ্রেঞ্চফ্রাই খেতে খেতে নবাবী চালে সইফ করিনার সাথে লাঞ্চ ডেটে তৈমুর! ভাইরাল ভিডিও

তৈমুর আলী খান,কারিনা কাপুর খান,সাইফ আলী খান,বলিউড,লাঞ্চ ডেট,kareena kapoor khan taimur ali khan,lunch date,viral video

কারিনা কাপুর খান (Kareena kapoor khan) এবং সাইফ আলি খান (saif ali khan) বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি। আর তাদের বড় ছেলে তৈমুরও (Taimur) জনপ্রিয়তায় মা বাবার চেয়ে কোনও অংশেই কম যায় না। ছোট বেলা থেকেই সে লাইম লাইট পেয়েই বড় হচ্ছে ,তাই সেলেব সুলভ সব আদব কায়দা আয়ত্তে এনে ফেলেছেন নবাব পুত্র তৈমুর আলী খান। ক্যামেরা দেখলেই সে সতর্ক হয়ে যায় এবং পোজ দিতেও শুরু করে। আবার কখনো সখনো মুড্ খারাপ থাকলে চিত্র সাংবাদিকদের সাথে বেশ রেগেও কথা বলেন তিনি।

এদিকে মা হওয়ার পর আবারও ফর্মে ফিরতে দেখা যাচ্ছে কারিনাকে। সম্প্রতি টুইঙ্কল খান্নার শোতে হাজির হয়েছিলেন কারিনা। কারিনাও শিগগিরই ছবির শুটিং শুরু করতে চলেছেন। সাইফ এবং কারিনা ব্যস্ত সময়সূচীর মধ্যে তাদের প্রিয় তৈমুর আলি খানের এদিন সাথে লাঞ্চে গিয়েছিলেন  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পতৌদি পরিবারের সেই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

করোনার ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের কারণে সব জায়গায় স্কুল বন্ধ ছিল। এখন যখন করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে, দেশজুড়ে অনেক রাজ্য স্কুল খুলেছে। ১ ফেব্রুয়ারি থেকে মহারাষ্ট্রে স্কুলও খোলা হয়েছে। তাই অনেক দিন পর সব শিশু স্কুলে যেতে শুরু করেছে। কারিনা কাপুর খান এবং সাইফ আলি খানের প্রিয়তম পুত্র তৈমুরও এদিন স্কুলে গিয়েছিল ,তাই স্কুল থেকে ফেরার পথে পুচকেকে নিয়ে লাঞ্চে গিয়েছিলেন সাইফিনা।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

মুম্বাইয়ের বান্দ্রা এলাকার একটি ওপেন এয়ার রেস্তোরাঁয় ছেলের সঙ্গে লাঞ্চ করতে দেখা গেছে সাইফ আলি খান, কারিনা কাপুরকে। বাবা মায়ের সাথে চেয়ারে বসে মনের সুখে খাবার খাচ্ছে তৈমুর সেই ভিডিও তুলে ধরেছেন চিত্র সাংবাদিকরা।  সব শেষে তাদের খাওয়া শেষ হতেই দেখা যায় স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে বাবা মায়ের সাথে রেস্তোরা থেকে বেরিয়ে যাচ্ছেন তৈমুর। তাদের এই মিষ্টি সময়ের ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥