• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকাকে গোবর মাখিয়ে ঝাঁটাপেটা করল তবলা! টিভির আগেই ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Tabla punishes Mishka, Anurager Chhowa lastest episode is out now

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বেঙ্গল টপার হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ধারাবাহিকটি নিয়ে চর্চা চলতেই থাকে। সূর্য (Surjya), দীপা (Deepa), মিশকা (Mishka) এখন যেন দর্শকদের ঘরের সদস্য হয়ে উঠেছে। সেই জন্যই তো রোজ ৯:৩০ বাজলেই তাঁদের দেখার জন্য টিভির সামনে বসে পড়েন দর্শকরা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, মিশকার কূটবুদ্ধি এবং ষড়যন্ত্রের জন্য গত ৮ বছর ধরে আলাদা থাকছে সূর্য-দীপা। এমনকি প্রিয় বান্ধবীর কথা শুনে স্ত্রীকে ডিভোর্স অবধি দিতে রাজি হয়ে গিয়েছিল সূর্য। যদিও কোর্টে গিয়ে দীপা সাফ জানিয়ে দেয় সে এই বিবাহবিচ্ছেদ চায় না। তাই এখন আদালতের নির্দেশ মতো ৬ মাস একসঙ্গে থাকতে হবে ‘সুদীপা’কে।

Anurager Chhowa, Surjo deepa

স্বাভাবিকভাবেই আদালতের এই রায়ে একেবারেই খুশি নয় মিশকা। সে এখনও সূর্য-দীপাকে আলাদা করার নানান ফন্দিফিকির এঁটেই যাচ্ছে। তবে এবার এই ফন্দি আঁটতে গিয়েই ভালো রকম জব্দ হবে সে। ঝাঁটাপেটা খাওয়া থেকে গোবর মাখা- বাদ যাবে না কিছুই!

Anurager Chhowa, Mishka and Tabla

এমনিতেই মিশকার সময়টা এখন বিশেষ ভালো যাচ্ছে না। তাঁকে সকলে মিলে টাইট দিচ্ছে। ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে আবার দেখানো হয়েছে, মিশকাকে শায়েস্তা করতে ত্রিকালদর্শী বাবার চেহারা নিয়ে হাজির হয়েছে তবলা (Tabla)। এবার আবার দেখানো হবে, যজ্ঞের বাহানায় মিশকাকে একেবারে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে সে।

Anurager Chhowa, Mishka and Tabla

ধারাবাহিকের আসন্ন পর্বে দেখানো হবে, যজ্ঞ করার অছিলায় মিশকার বাড়ি গিয়ে হাজির হবে ত্রিকালদর্শী বাবা ওরফে তবলা। এরপর ‘মিশকা বেবি’কে শায়েস্তা করতে তাঁকে দিয়ে গোবর নিকোনো থেকে শুরু করে ঝাঁটার বাড়ি দেওয়া হয়ে নাকে খত দেওয়ানো সব কিছু করাবে সে। সবশেষে আবার দেখানো হবে মিশকাকে হাত জোড় করে এক পায়ে দাঁড় করিয়ে রেখেছে তবলা।

 

View this post on Instagram

 

A post shared by camouflage (@camouflage2302)


কূটনি মিশকাকে তবলা যেভাবে শায়েস্তা করছে তা দেখে স্বাভাবিকভাবেই দর্শকরা বেশ খুশি হয়েছেন। তবে এতকিছুর পরেও মিশকার থামার নামগন্ধ নেই। সে এখনও সূর্য-দীপাকে আলাদা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিভোর্সের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর এখন সে দীপাকে প্রাণে মারার প্রচেষ্টা করছে। এবার এটাই দেখার, মিশকার সব প্ল্যান ভেস্তে কীভাবে সূর্যর সামনে তাঁর মুখোশ খুলে দেয় দীপা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥