• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাল্টে যাচ্ছে তারেক মেহতা কে উল্টা চশমা! নতুন দয়াবেন আসতেই হচ্ছে এই ৫ বড় বদল

Published on:

Tarak Mehta Ka Ooltah Chashmah Upcoming Twist

টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ‘তারক মেহতা কা উলটা চশমা’ (Taarak Mehta Ka Ooltah Chashmah)। বছরের পর বছর ধরে দর্শক হাসিয়ে আসছে এই ধারাবাহিকটি। তবে এবার শোনা যাচ্ছে, জনপ্রিয় এই ধারাবাহিকের কাস্টে একাধিক বড় পরিবর্তন হতে চলেছে। সেই সঙ্গেই কাহিনীতেও হবে বেশ কিছু পরিবর্তন।

বদলে যাবে জেঠালালের দোকান- সম্প্রতি ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকের নির্মাতারা জানিয়েছেন, জেঠালালের (Jethalal) পুরনো দোকান আর দেখানো হবে না। বরং ‘টপ্পুর বাবা’কে দেওয়া হবে একটি নতুন দোকান।

Jethalal Shop in Taarak Mehta Ka Ooltah Chashmah

নতুন নট্টু কাকার জোরদার এন্ট্রি- ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকে নট্টু কাকার চরিত্রে অভিনয় করতেন অভিনেতা ঘনশ্যাম নায়েক (Ghanshyam Nayak)। সম্প্রতি ক্যান্সার আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়েছে। স্বাভাবিকভাবেই তাই এবার শো’য়ের নির্মাতারা নতুন নট্টু কাকার খোঁজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন নট্টু কাকার শো’য়ে এন্ট্রি হবে।

Ghanshyam Nayak

দয়াবেনের চরিত্রে অভিনয় করবেন না রাখী ভিজান- সম্প্রতি অভিনেত্রী রাখী ভিজান (Rakhee Vijan) সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন তিনি দয়াবেনের চরিত্রে অভিনয় করবেন না। জানা যাচ্ছে, শো’য়ের নির্মাতারা নট্টু কাকার সঙ্গেই নতুন দয়াবেনেরও খোঁজ শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, তাড়াতাড়িই দর্শকরা তাঁদের প্রিয় দয়াবেনকে পেয়ে যাবে বলে।

Rakhee Vijan

ধারাবাহিকে থাকবেন না শৈলেশ লোধা- ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিকের খোদ তারক মেহতাকেই নাকি আর দেখা যাবে না। নির্মাতাদের তরফ থেকে এখনও জানানো হয়নি, শৈলেশ লোধার(Shailesh Lodha) চরিত্র, অর্থাৎ তারক মেহতা ধারাবাহিকের অংশ থাকবেন নাকি তাঁকে ধারাবাহিক থেকে চিরবিদায় দিয়ে দেওয়া হবে।

Shailesh Lodha

ধারাবাহিকে দেখা যাবে একাধিক নতুন চরিত্র- বছরের পর বছর ধরে দর্শকদের আনন্দ দিয়ে আসছে ‘তারক মেহতা কা উলটা চশমা’ ধারাবাহিক। এবার সেই লক্ষ্যেই ধারাবাহিকে একাধিক নতুন চরিত্রকে আনা হবে বলে জানা যাচ্ছে। সম্প্রতি অসিত মোদী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দর্শকদের আরও বেশি আনন্দ দেওয়ার জন্য ধারাবাহিকে আরও অনেক নতুন চরিত্রের এন্ট্রি হতে চলেছে।

Taarak Mehta Ka Ooltah Chashmah

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥