• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে! নিজেই নিজের ছবি বয়কট করতে বলে ট্রোলড তাপসী পান্নু

গত কয়েক মাসে মুক্তি পাওয়া একাধিক বলিউড সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। সেই তালিকায় নাম রয়েছে বহু সুপারস্টারের ছবিরও। এখন তো আবার মুক্তির আগেই আমির খান এবং অক্ষয় কুমারের আসন্ন দুই সিনেমা ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রক্ষা বন্ধন’ বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনদের একাংশ। এবার এসবের মাঝেই এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu)।

একদিকে যখন দর্শকদের একাংশ বয়কটের ডাক দেওয়ায় আমির-অক্ষয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, সেই পরিস্থিতিতে তাপসী নিজে দর্শকদের কাছে অনুরোধ করছেন তাঁর আসন্ন ছবি ‘দোবারা’ (Dobaaraa) বয়কট (Boycott) করার। যা শোনার পর নেটিজেনদের চোখ কপালে উঠেছে।

   

Dobaaraa movie 2022

সম্প্রতি ‘দোবারা’ অভিনেত্রী তাপসী এবং পরিচালক অনুরাগ কাশ্যপকে জিজ্ঞেস করা হয়েছিল, সামাজিক মাধ্যমে চলতে থাকা বয়কটের এই ট্রেন্ড নিয়ে তাঁদের কী মত। যা শোনা মাত্রই ‘পিঙ্ক’, ‘নাম শাবানা’ খ্যাত অভিনেত্রী বলেন, ‘আমি সবার কাছে অনুরোধ করছি, প্লিজ আমাদের ছবি দোবারা বয়কট করুন। আমি আমির খানের লাল সিং চাড্ডা এবং অক্ষয় কুমারের রক্ষা বন্ধনের সঙ্গে এক স্থানে থাকতে চাই। আমার প্রচণ্ড একা একা লাগছে’।

নায়িকার সুরই শোনা যায় ‘দোবারা’ পরিচালক অনুরাগের গলাতেও। তিনি বলেন, ‘হ্যাঁ প্লিজ। আমিও চাই আমাদের সিনেমার বয়কট হ্যাশট্যাগ সামাজিক মাধ্যমে ট্রেন্ড করুক’। তাপসী এবং অনুরাগের এই বক্তব্য শোনার পর নেটিজেনদের একাংশ তাঁদের ওপর বেশ চটে গিয়েছেন। কেউ কেউ বলছেন, নায়িকা এবং পরিচালকে প্রচণ্ড অহংকার। আবার কেউ জিজ্ঞেস করছেন দু’জনের মাথা খারাপ হয়ে গেল কিনা!

Taapsee Pannu and Anurag Kashyap

তবে ‘দোবারা’র নায়িকা-পরিচালক জুটি কিন্তু এতটুকুতেই থামেননি। এরপর অনুরাগ প্রশ্ন করেন, ‘যে মানুষরা বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা কি আদৌ সিনেমা হলে গিয়ে ছবি দেখেন?’ অপরদিকে বড় পর্দার মিতালি রাজের প্রশ্ন, ‘মানুষরা অভিযোগ করেন বলিউড নতুন কিছু বানানোর চেষ্টা করে না। এবার আমরা টাইম ট্রাভেল নিয়ে দোবারা বানিয়েছিল। দেখি কতজন সেই সিনেমা দেখতে আসে’।

তাপসী পান্নু অভিনীত ‘দোবারা’ একটি রহস্য ঘরানার ছবি। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই সিনেমার পরতে পরতে রয়েছে রহস্য। আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।