টিআরপি তালিকায় (TRP List) ভালো ফলাফল করতে না পারলেই চ্যানেলের কোপের মুখে পড়তে হচ্ছে বাংলা সিরিয়ালগুলিকে। এই নিয়েই ইন্ডাস্ট্রির বুকে চলছে এক নিত্যদিনের চর্চা! নতুন ধারাবাহিকের জন্য পুরনো ধারাবাহিকগুলি খুব কম সময়ের মধ্যেই বন্ধ করে দিতে হচ্ছে। স্টার জলসায় একাধিক সিরিয়াল বন্ধ হয়ে গেছে। যেমন ‘বৌমা একঘর’, ‘খড়কুটো’, ‘মন ফাগুন’ এর মত জনপ্রিয় সিরিয়ালগুলো একে একে শেষ হয়ে গিয়েছে।
তবে এরপরেই টিআরপি কম থাকি তালিকায় ছিল ‘খেলাঘর’(Khelaghor) । জোর গুঞ্জন মধ্যে দিয়ে অবশেষে আজ সমাপ্ত হল স্টার জলসার ‘খেলাঘর’ সিরিয়ালের পথ চলা। আজকেই ছিল ধারাবাহিকের শেষ শুটিং! তবে এখনো বাকি রয়েছে আরও দশ পর্বের টেলিকাস্ট। বিগত ২ বছর ধরে বাঙালি দর্শকদের জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় জায়গা করে নিয়েছিল এটি।
খেলাঘর ধারাবাহিকের শান্টু-পূর্ণা জুটি বিগত কয়েক বছরে দর্শকদের অনেক প্রশংসা এবং ভালোবাসা পেয়ে আসছিল। ধারাবাহিকের নায়ক সৈয়দ আরেফিন (Syed Aregin) ও নায়িকা স্বীকৃতি মজুমদারকে (Swikriti Majumder) বেশ পছন্দ করেছেন বাংলা সিরিয়ালের ভক্তরা। বড়লোক বাড়ির মেয়ে পূর্ণার সঙ্গে শান্টু গুন্ডার বিয়ে থেকে প্রেমের গল্প নিয়ে বিগত ২ বছর বেশ ভালোভাবেই বিনোদন দিয়েছে দর্শকদের। তবে অন্যান্য ধারাবাহিকের মত এই ধারাবাহিকটিকেও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।
রবিবার থেকে আর থাকবে না শ্যুটিংয়ের তাড়া, আসবে না কলটাইম। সব নিয়েই বেশ আবেগপ্রবণ ধারাবাহিকের গোটা টিম। এই প্রসঙ্গে ধারাবাহিকের নায়ক সৈয়দ এক সংবাদমাধ্যমে জানান, “টানা দু’বছর এই প্রজেক্টের সঙ্গে যুক্ত। মনখারাপ তো লাগবেই। শেষ দিনের উদ্যাপনের চেয়ে মনখারাপের পরিমাণ অনেকটা বেশি। আগের ধারাবাহিকের জন্যও বিপুল ভালবাসা পেয়েছিলাম। এখন ভয় হচ্ছে দুটি হিট ধারাবাহিকের পর যদি তৃতীয়টা দর্শকের পছন্দ না হয়!”
বলা বাহুল্য আজকাল চ্যানেলে টিকে থাকতে দরকার টিআরপি। নইলে জনপ্রিয়তা পেলেও টিকে টাকা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তবে অন্যান্য ধারাবাহিকের তুলনায় ‘খেলাঘর’ সবচেয়ে বেশি দিন ধরে সম্প্রচারিত হয়েছে। এদিকে প্রিয় শান্টু-পূর্ণা জুটির জন্য মন বেজায় খারাপ হয়ে রয়েছে অনুরাগীদের। আর মাত্র কটা দিন। টিভির পর্দায় আর দেখা যাবে না প্রিয় জুটিকে।
তবে শান্টু-পূর্ণা জুটির ভক্তদের জন্য দারুণ সুখবর শোনালেন এই জুটির নায়ক সৈয়দ আরেফিন। ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে তো কি হয়েছে? মন খারাপ এর কিছুই নেই, সৈয়দ জানিয়েছন শীঘ্রই আবার জুটি বাঁধবে শান্টু-পূর্ণা! তবে কোথায় কখন আবার তাদের দেখা মিলবে সেই নিয়ে এখনও কিছুই জানাননি তিনি।