প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু্র সাত মাস পূর্ণ হয়েছে। গত বছর ১৪ই জুন মুম্বইয়ে বান্দ্রার নিজের অ্যাপার্টমেন্ট থেকে রহস্যজনক ভাবে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছিল সুশান্তের নিস্প্রাণ দেহ। এরপর অনেক জলঘোলা হয়েছে, শুরু হয়েছে তদন্ত। এক দুটি নয় তিনটি তদন্তকারী সংস্থা একত্রে এই রহস্যজনক মৃত্যুর তদন্ত করছে। কিন্তু দীর্ঘ সাত মাস কেটে গেলেও এখনো সুধান্তের মৃত্যুর কারণ জানা যায়নি সঠিক ভাবে।
সুশান্তের মৃত্যুর পর গোটা দেশ গর্জে উঠেছিল। অভিনেতার মৃত্যুর তদন্তের দাবিতে সোশ্যাল মিডিয়াতে থেকে শুরু করে পথে নেমেছিল দেশ বিদেশের সুশান্তপ্রেমীরা। সুশান্তের মৃত্যুর তদন্ত ও সুবিচারের দাবিতে আন্দোলনে অগ্রণী হিসাবে ছিলেন অভিনেতার দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)। এবার ভাই সুশান্তের মৃত্যুর সাত মাস পূরণের আগে সুশান্ত নিজের হাতের লিখা একটি চিঠির ছবিও শেয়ার করেছেন শ্বেতা।
চিঠিতে নিজের জীবনের উপলব্ধির কথাই লিখেছেন সুশান্ত। চিঠিতে লেখা আছে, তিনি জীবনের ৩০টা বছর কাটিয়েছেন ভালো কিছু হবার চেষ্টায়, ভালো করার চেষ্টায়। কিন্তু ৩০ বছরের প্রেক্ষিতে তিনি যা বুঝলেন তিনি আসলে খেলাটাই ভুল ধরেছিলেন। তিনি কি হতে চান তা নয়, বরং তিনি নিজে কি ছিলেন সেটা খুঁজে বের করাটাই ছিল আসল খেলা।
শ্বেতা সিংয়ের শেয়ার করা এই ছবি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। সুশান্ত অনুগামীরা সুশান্তের প্রতি যাতে ন্যায় বিচার হয় তার সমর্থনে জাস্টিস ফর সুশান্ত স্লোগান দিয়ে ভরিয়ে দিয়েছেন ছবির কমেন্টে।
View this post on Instagram
প্রসঙ্গত, সুশান্ত মৃত্যুর পর প্রাথিমিক ভাবে তার বান্ধবী রিয়া চক্রবর্তী ওপর সন্দেহ ছিল পুলিশের। এরপর মাদক মামলায় নাম জোরে রিয়া চক্রবর্তী ও তার ভাইয়ের। কিন্তু গ্রেফতার হবার কিছু ঘন্টা আগেই রিয়া সুধান্তের দিদি শ্বেতা সিংয়ের নাম গুরুতর অভিযোগ করেন। রিয়া বলেছিলেন, সুশান্তের দিদি শ্বেতা সিংয়ের নির্দেশেই সুশান্ত মানসিক অবসাদের ওষুধ খেত। এই অভিযোগে শ্বেতা সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন রিয়া।