• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তীব্র গরমে সুইমিং পুলে রোম্যান্স, শ্বেতা-রুবেলের আদুরে ভিডিও শেয়ার হতেই ভাইরাল নেটপাড়ায়

বাংলা টেলি (Television) দুনিয়ার জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি হল রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্যের (Sweta Bhattacharya)। এই দুই তারকা একসঙ্গে জি বাংলার ‘যমুনা ঢাকি’ সিরিয়ালে অভিনয় করেছেন। নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করতে করতে কখন যে তাঁরা একে অপরকে মন দিয়ে ফেলেছিলেন তা বুঝতে পারেননি কেউই। এখন চুটিয়ে প্রেম করছেন তাঁরা।

রুবেল এবং শ্বেতা সোশ্যাল মিডিয়ায় একটু উঁকি দিলেই দু’জনের প্রেমে ভরা নানান ছবি, ভিডিও (Video) চোখে পড়ে। মাঝেমধ্যেই একসঙ্গে ক্যামেরাবন্দি করা নানান মুহূর্তের ছবি-ভিডিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তাঁরা। সম্প্রতি যেমন রুবেলের শেয়ার করা একটি ভিডিও তুমূল ভাইরাল হয়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে, হাঁসফাঁস এই গরমে সুইমিং পুলে (Swimming pool) শ্বেতার সঙ্গে রোম্যান্সে মত্ত অভিনেতা।

   

Sweta Bhattacharya and Rubel Das, Sweta Bhattacharya Rubel Das in swimming pool

মঙ্গলবার একদিকে যেমন মারাত্মক গরমে গলদঘর্ম অবস্থা সবার, তখন রুবেল-শ্বেতা ব্যস্ত জলকেলি করতে। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিও শেয়ার করেছেন ‘নিম ফুলের মধু’র সৃজন ওরফে রুবেল নিজে। বলাই বাহুল্য, তারকাজুটির এই ‘আদুরে’ ভিডিও গ্রীষ্মের কাঠফাটা গরমেও নিয়ে এসেছে বসমতের ফুরফুরে আমেজ।

একদিকে তাপমাত্রা ৪০ ছুঁয়ে ফেলেছে। কিন্তু রুবেল-শ্বেতার ভিডিওয় বসন্তের ফুরফুরে আমেজ দেখা যাচ্ছে। নীল আকাশের নীচে সুইমিং পুলে জলকেলি করছেন টেলি দুনিয়ার এই তারকাজুটি। কখনও জলের মধ্যে থেকে প্রেমিকাকে শূন্যে ভাসাচ্ছেন রুবেল, কখনও আবার একসঙ্গে জলের মধ্যে ডুব দিছেন দু’জনে। সব মিলিয়ে, রুবেল-শ্বেতার এই ভিডিও একেবারে ভালোবাসায় ভরপুর।

Sweta Bhattacharya and Rubel Das, Sweta Bhattacharya Rubel Das in swimming pool

প্রসঙ্গত উল্লেখ্য, ‘যমুনা ঢাকি’ জুটি রুবেল এবং শ্বেতা নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিন লুকোচুরি করেননি। একবার এক সাক্ষাৎকারে ‘সোহাগ জল’ অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি ‘হ্যাঁ’ বলার আগে থেকেই তাঁর মা-বাবার রুবেলকে বেশ পছন্দ ছিল। অপরদিকে শ্বেতার সঙ্গে সম্পর্ক নিয়ে অভিনেতার পরিবারের সকলেও বেশ খুশি।

 

View this post on Instagram

 

A post shared by Rubel Das (@rubel.official)


সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে গাঁটছড়া বাঁধতে পারেন রুবেল-শ্বেতা। তবে এখন আপাতত দু’জনেই ব্যস্ত রয়েছেন নিজেদের ধারাবাহিকের কাজ নিয়ে। রুবেলকে এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’তে দেখা যাচ্ছে এবং শ্বেতা কাজ করছেন ‘সোহাগ জল’এ।

site