• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বন্ধ হচ্ছে পরকীয়ার কাহিনী ‘সোহাগ জল’, শেষ লগ্নে এস নতুন ‘সুখবর’ শোনালেন শ্বেতা

Published on:

Sweta Bhattacharya opens up about Zee Bangla Bengali serial Sohag Jol sudden ending

বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে (Bengali Serial) অভিনয় করেছেন তিনি। এই মুহূর্তে তাঁকে জি বাংলার (Zee Bangla) ‘সোহাগ জল’ (Sohag Jol) সিরিয়ালে দেখা যাচ্ছে। নায়িকা জুঁইয়ের চরিত্রে অভিনয় করছেন শ্বেতা। বিপরীতে রয়েছেন হানি বাফনা। যদিও শীঘ্রই এই সিরিয়াল শেষ হতে চলেছে। আগামীকাল অর্থাৎ সোমবার ধারাবাহিকের শেষ শ্যুটিং।

শ্বেতা এমন একজন অভিনেত্রী যিনি একাধিক হিট সিরিয়ালে অভিনয় করেছেন। তাঁর ধারাবাহিক বছরের পর বছর ধরেও চলেছে। ‘জড়োয়ার ঝুমকো’, ‘যমুনা ঢাকি’র মতো হিট সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই শ্বেতারই ‘সোহাগ জল’ মাত্র ৭ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। ধারাবাহিকের এই ভরাডুবি প্রসঙ্গে কী বলতে চান নায়িকা?

Sweta Bhattacharya, Sweta Bhattacharya on Sohag Jol ending

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খোলেন শ্বেতা। পর্দার জুঁই বলেন, ‘আসলে এই সিরিয়ালে কোনও খামতি থাকেনি। দর্শকরা অনেক সময় কোনও একটা নির্দিষ্ট চরিত্রকে ভালোবেসে ফেলেন। পরের কাজেও সেই চরিত্র খুঁজতে থাকেন। সেটা তখন না পেলে তাঁদের ভালোলাগে না। এতদিন আমায় তাঁরা প্রতিবাদী চরিত্রে দেখে এসেছেন। আগে প্রতিবাদী যমুনা ছিলাম, এখন নম্র, শান্ত জুঁইয়ের চরিত্রে কাজ করছি’।

শ্বেতার সংযোজন, ‘তাছাড়া সবসময় চরিত্রই নয়, অনেক সময় গল্পটাই দর্শকদের ভালোলাগে না। মেগা সিরিয়াল মানে সময়ের সঙ্গে গল্প পাল্টাবে। সেক্ষেত্রে কোথাও হয়তো ফাঁকটা থেকে গিয়েছে। এটা ভাগ্যও বলতে পারেন’।

Sohag Jol, Sohag Jol ending

ছোটপর্দায় চুটিয়ে কাজ করার পর ইতিমধ্যেই বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন শ্বেতা। টলি সুপারস্টার দেব অভিনীত ‘প্রজাপতি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এবার কি তাহলে ওটিটির পালা? জবাবে শ্বেতা বলেন, ‘মনে হচ্ছে এটাই হতে চলেছে। এখনও নিশ্চিতভাবে কিছু জানাচ্ছি না। তবে হ্যাঁ, এটা সত্যি হওয়ার সম্ভাবনা রয়েছে’।

মাত্র ৭ মাসে শেষ হয়ে যাচ্ছে ‘সোহাগ জল’। এরপর কী প্ল্যান শ্বেতার? উত্তরে অভিনেত্রী জানান, ‘নিজেকে কিছুটা সময় দেব। কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্য পুরোপুরি সুস্থ হতে চাই। তবে এটা কোনও বিরতি নয়। একসঙ্গে বেশ কিছু কাজের কথা চলছে আমার। জি বাংলার তরফ থেকেও আবার ডাক পেয়েছি। আমার সঙ্গে ওদের বহুদিনের সম্পর্ক। দেখি। এক এক করে এগুলো সামলে আবার কাজে ফিরব। আমি বসে থাকছি না’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥