• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ে করতে চান ‘যমুনা’! দিদি নং ১ এর মঞ্চে রচনার কাছে ধরা পড়তেই মুচকি হাসি শ্বেতার

Published on:

Sweta Bhattacharya in Didi No 1 said she wants to get married

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় তারকা জুটি হল শ্বেতা ভট্টাচার্য (Shweta Bhattacharya) এবং রুবেল দাসের (Rubel Das) জুটি। কয়েক মাস আগেই প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছেন তাঁরা। এরপর থেকে তাঁদের বিয়ে কবে হবে এই প্রশ্ন ঘুরছে অনুরাগীদের মনে। অবশেষে ‘দিদি নম্বর ১’এর (Didi No. 1) মঞ্চে বিয়ে নিয়ে প্রথমবার নিজের মুখ খুললেন ‘সোহাগ জল’ নায়িকা।

ধারাবাহিকের শ্যুটিং করতে করতেই একে অপরকে মন দিয়ে দেন ‘যমুনা ঢাকি’র নায়ক-নায়িকা শ্বেতা এবং রুবেল। পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও। দু’সপ্তাহের ব্যবধানে জি বাংলাতেই শুরু হয়েছে দু’জনের ধারাবাহিক। রুবেলকে দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’তে এবং শ্বেতার ‘সোহাগ জল’ শুরু হচ্ছে আজ থেকে। এই ধারাবাহিকের প্রচার করতেই ‘দিদি নম্বর ১’এর সানডে ধামাকা স্পেশ্যাল এপিসোডে গিয়েছিল সম্পূর্ণ ‘সোহাগ জল’ টিম।

Sweta Bhattacharya's maximum serial charector starts with 'J'

আর সেখানেই শ্বেতাকে বিয়ের প্ল্যান নিয়ে জিজ্ঞেস করেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। নায়িকাও সলজ্জ ভঙ্গিতে জবাবও দেন। শুধু এটুকুই নয়, টেলিভিশনের পর্দাতেই শ্বেতা-রুবেলের প্রেম নিয়ে হাটে হাঁড়িও ভেঙে দেন ‘দিদি নম্বর ১’।

Shweta Bhattacharya Rubel Das 2

গতকালের এপিসোডে শ্বেতাকে রচনা জিজ্ঞেস করেন, ‘গল্পের জুঁই (সোহাগ জলে শ্বেতার চরিত্রের নাম) তো হোমলি, বিয়ে করতে চায়। এবার তোমার প্ল্যানটা বলো শ্বেতা’? জবাবে লাজে রাঙা হয়ে অভিনেত্রী বলে ওঠেন, ‘হ্যাঁ, আমিও বিয়ে করতে চাই’।

Shweta Bhattacharya

এখানেই থামেননি রচনা। এরপর ‘দিদি নম্বর ১’ সঞ্চালিকা বলে ওঠেন, ‘দেখো তোমায় যদি কেউ বলে থাকে জীবনটা ‘নিম ফুলের মধু’ তাহলে সব সময় কিন্তু এমনটা হয় না’। একথা শুনেই হাসতে শুরু করেন সকলে। রচনা যে কোন দিকে ইঙ্গিত করছেন তা সকলে বুঝে যান। শ্বেতা সঙ্গে সঙ্গে বলেন, ‘হ্যাঁ, ‘নিম ফুলের মধু’ জি বাংলারই আর একটা ধারাবাহিক। রাত ৮টার সময় হয়। সবাই অবশ্যই দেখবেন কিন্তু’।

কয়েকমাস আগেই শ্বেতা এবং রুবেল প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছেন। রুবেল এও জানান যে, শুধু ডেট করছেন তাই নয়, দুই পরিবারও সম্পূর্ণ বিষয়টি জানেন। এখন মাঝেমধ্যেই একে অপরের পরিবারের সঙ্গে সময় কাটান রুবেল এবং শ্বেতা। কয়েকদিন আগে যেমন ‘নিম ফুলের মধু’ নায়কের মায়ের জন্মদিনে উপস্থিত ছিলেন ‘সোহাগ জল’ নায়িকা। এখন দু’জন দু’জনকে ভালো করে চিনছেন। তবে তাই বলে কিন্তু ‘খুল্লম খুল্লা প্যায়ার’ করতে একেবারেই অসুবিধা নেই শ্বেতা-রুবেলের!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥