আজ টলিউড তথা চলচ্চিত্র জগতের জন্য আবারো একটি কালো দিন। আজ পৃথিবীকে চির বিদায় জানিয়ে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত (swatilekha sengupta)। চলচ্চিত্র জগতে অভিনেত্রীর অবদান রয়েছে অনেক। অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়া সহ চলচ্চিত্র জগতে।
যেমনটা জানা যাচ্ছে বিগত প্রায় একমাস ধরেই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন স্বাতীলেখা দেবী। বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি কিডনির সমস্যা ছিল। আজ অর্থাৎ বুধবার দুপুর তিনটের কাছাকাছি সময়ে শেষ নিঃস্বাস ত্যাগ করেন অভিনেত্রী।
মৃত্যুর কারণ হিসাবে জানা যাচ্ছে এদিন হাসপাতালেই কিডনি বিকল হয়ে যায় অভিনেত্রীর। কিডনি বিকল হয়ে যেতেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেত্রী। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। অভিনেত্রীর মৃত্যুর সাথে চলচ্চিত্র জগৎ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলল চিরকালের মতন।
শুধু যে ছবিতে অভিনয় করতেন তা কিন্তু নয়। অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত যুক্ত ছিলেন নাট্যজগতের সাথেও। সিনেমার নায়িকা হবার পাশাপাশি একজন ভালো নাট্যাভিনেত্রী হিসাবে বেশ খ্যাতনামা ছিলেন তিনি। নান্দীকার নামের জনপ্রিয় নাট্যগ্রুপের প্রতিষ্ঠাতা অভিনেত্রী নিজেই।
স্বাতীলেখা সেনগুপ্ত বিখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের সাথে কাজ করেছেন। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে বিমলার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এছাড়াও কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও স্ক্রিন শেয়ার করেছিলেন স্বাতীলেখা দেবী। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশেষে’ ছবিতে।