আজও আমাদের সমাজে মেয়ে মানেই তাদের মেনে চলতে হয় নানান বাধা নিষেধ। এটা করা যাবেনা, ওটা করা যাবেনা, এখানে যাওয়া যাবেনা, এভাবে বসা যাবেনা, এটা পরা যাবেনা। এই এত না না শুনতে শুনতেই অর্ধেক জীবন কেটে যায় মেয়েদের। কিন্তু প্রাণখুলে জীবনটাকে কি উপভোগ করতে চাইতে পারেনা তারা? প্রথমে বাবার শাসন, তারপর বিয়ে হয়ে গেলেই শ্বশুর বাড়ির ঘেরাটোপেই গোটা জীবনটা কেটে যায় তাদের।
এবার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বাঁচার স্বাদ পেতে স্বেচ্ছায় বিধবা হল তিন বিবাহিতা। আর তারপর? ঠিক এমনই রহস্য, রোমাঞ্চ, আর নারী মনের সুপ্ত ইচ্ছার কাহিনি নিয়ে আসছে জি ফাইভের নতুন সিরিজ ‘ব্ল্যাক উইডোজ'(Black widows)। গত সোমবারই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটির ট্রেইলার। ট্রেলারে স্বস্তিকা, পরবব্রত সহ আরও একঝাঁক বাঙালি অভিনেতা অভিনেত্রীদের দেখা গেছে।
এই সিরিজে তিন মুখ্য চরিত্রে অভিনয় করবেন মোনা সিং, স্বস্তিকা এবং শর্মিতা শেট্টী। এই সিরিজে স্বস্তিকা ছাড়াও রয়েছেন রাইমা সেন, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তীর মতো তাবড়-তাবড় টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরা। ট্রেলার থেকে যতদূর বোঝা যাচ্ছে, এই সিরিজের কাহিনি তিন মহিলাকে নিয়ে, যারা তাদের স্বামীদের থেকে মুক্তির ফন্দী আঁটছে। এরপরই দেখা যায় এক বিস্ফোরণে তিন ব্যক্তিরই মৃত্যু হল। বন্ধন মুক্ত হয়ে নতুন করে বাঁচার কারণ খুঁজে পেল তিন বিধবা। কিন্তু স্বামীদের মৃত্যুতে ভেঙে পড়া তো দূর যেন নতুন জীবন ফিরে পেল তারা। এখন রহস্য হল তিন জনের মৃত্যু একই দুর্ঘটনায়, মৃত্যুর নেপথ্যে অন্য কারও হাত নেই তো?মৃত্যু তদন্তে নেমে এমনই নানান প্রশ্ন জাগছে পরমব্রতর মনে। সব প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে ব্ল্যাক উইডো। ইতিমধ্যেই এই ট্রেইলার দর্শক মনে বহু কৌতুহল জাগিয়েছে, এবং কলাকুশলীদের সাবলীল অভিনয় অসংখ্য প্রশংসাও কুড়িয়েছে।