• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হাসপাতালে ভর্তি অরিজিৎ সিং এর মা, রক্তের প্রয়োজনে সাহায্যের আবেদন স্বস্তিকার

Published on:

অরিজিৎ সিং,Arijit Singh,স্বস্তিকা মুখার্জী,সৃজিত মুখোপাধ্যায়,srijit mukherjee,swastika mukherjee

বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit singh)। তার ব্যক্তিগত জীবন বরাবরই প্রচার বিমুখ রাখতে পছন্দ করেন গায়ক। প্রেম থেকে বিচ্ছেদ সবেরই সাক্ষী থেকেছেন তিনি। শুধু ব্যক্তিগত জীবন নয় সোশ্যাল মিডিয়া থেকেও বেশ সরে সরেই থাকেন গায়ক। তার গানে বুঁদ হয়ে থাকা শ্রোতাদের কাছে অরিজিৎ সিং মানে কেবলমাত্র একটি কন্ঠই। বারংবার তার গানে চোখ বুজে হারিয়ে গিয়েছেন বহু মানুষ।  কিন্তু এবার অরিজিৎ সিংয়ের অসুস্থতার খবর মিলল সোশ্যাল মিডিয়াতে।

যেমনটা জানা যাচ্ছে সাউথ কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অরিজিৎ সিংয়ের মা। ঠিক কি হয়েছে সেটা যদিও জানা যায়নি।  তবে বর্তমানে অরিজিৎ এর মায়ের জন্য প্রয়োজন A – রক্তের। সেই আবেদনের পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

অরিজিৎ সিং,Arijit Singh,স্বস্তিকা মুখার্জী,সৃজিত মুখোপাধ্যায়,srijit mukherjee,swastika mukherjee

অরিজিৎ সিংয়ের এই দুঃসময়ে এগিয়ে এসেছেন টলিউডের সেলেব্রিটি শ্রীলেখা মিত্র ও সৃজিত মুখোপাধ্যায়। তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই আবেদনটি শেয়ার করেছেন। যাতে দ্রুত সাহায্যের খোঁজ পাওয়া আরো সহজ হয়। আর সেই পোস্ট বর্তমানে ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

এবার সকলের মনেই প্রশ্ন জাগছে যে কি হয়েছে গায়কের মায়ের। যদিও নিশ্চিতরূপে বলা যাচ্ছে না, তবে যেমনটা জানা যাচ্ছে করোনা আক্রান্ত হয়েছেন অরিজিৎ সিংয়ের মা। হাসপাতালে থাকাকালীন রক্তে প্লেটলেটের মাত্রা কমে গিয়েছে অনেকটাই। সেই কারণেই রক্তের প্রয়োজন। শুধু তাই নয় তাঁর মায়ের রক্তের ব্লাড গ্রূপটি খুবই বিরল। যে কারণে রক্তের খোঁজ করতে হচ্ছে তাকে। পোস্টগুলিতে অনেকেই গায়কের মায়ের দ্রুত আরোগ্যের কামনা করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥