• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একাই রাতারাতি ৫০-৬০ জন ছেলেকে স্বাস্থ্যবান বানিয়ে দিতে পারেন স্বস্তিকা মুখার্জি !

Swastika Mukherjee

৩৯ এর কোঠায় বয়স অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি -র (Swastika Mukherjee)। তবুও এই বয়সে তার জন্য পাগল পুরুষ ভক্তরা। সাহসী দৃশ্য থেকে স্নিগ্ধ চরিত্র অভিনয়ের দক্ষতায় টলি-পাড়ার শীর্ষ তালিকার প্রথমেই নাম ওঠে স্বস্তিকার। সমস্ত চরিত্র, সব অবতারেই সহজাত তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট মানেই নিমেষে তা ভাইরাল।

Swastika Mukherjee

তার রূপের গুণে কাবু তো অনেক পুরুষই তাই রূপের দেখভাল না হয় স্বস্তিকা করতে পারবেন, কিন্তু অভিনেত্রী নিজেই জানতেন না তিনি নাকি ৫০ ৬০ জন ছেলেকে একসাথেই স্বাস্থ্যবান বানিয়ে ফেলতে পারেন। সম্প্রতি এক রেডিওর অনুষ্ঠানে গিয়ে এই কথা শুনে তো আকাশ থেকে পড়ছেন অভিনেত্রী। রেডিও জকি তাকে এই কথা বলতেই সে জিজ্ঞেস করে, এই অসাধ্য সাধন কীভাবে সম্ভব?

Swastika Mukherjee

তখন রেডিও জকি উত্তরে জানালেন, “আপনি সকালে হাঁটতে বেরোলেই পাল পাল ছেলের দল আপনার পিছনে দৌড়াতে শুরু করবে, আর এভাবে নিয়মিত দৌড়ালে তাদের স্বাস্থ্য তো ভালো হবেই”, এহেন প্রশংসা শুনে তো হেসে গড়িয়ে পড়লেন অভিনেত্রী৷

 

ভিডিওতে তার সাজও নজর কেড়েছে নেটবাসীর। হালকা পীচ রঙা শাড়িতে কালো মোটা ফ্রেমের চশমা, মুখে মেকাপের লেশ মাত্র নেই। এই বয়সেও মিষ্টতার দিক দিয়ে যেকোনো স্কুল গার্লকেই টেক্কা দিতে পারেন স্বস্তিকা মুখার্জি। এমন প্রশংসা শুনে তার মুখের হাবভাব এতটাই মিষ্টি যে তাতেই ঘায়েল হয়েছে ৮ থেকে ৮০, নারী থেকে পুরুষ সকলেই।

Swastika Mukherjee

একজন মহিলা ভক্ত তো লিখেই বসেছেন, ” শুধু ছেলেরাই নয় এত সুন্দর হলে মেয়েরাও স্বাস্থ্যবান হয়ে যাবেন”। সারাবছর কাজের অভাব হয়না স্বস্তিকা মুখার্জির। লাগাতার সিনেমা ওয়েব সিরিজে তার ভরপুর কাজ। খুব শিগগিরই মুক্তি পাবে তার ‘শ্রীময়ী’ এবং ‘মোহমায়া’, নতুন বছরের শুরু থেকেই জমিয়ে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥