• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাঙালিদের কদর করে না মুম্বই! ছবির প্রচারে স্বস্তিকার নামই নিলেন না পরিচালক, ধুয়ে দিলেন নায়িকা

Published on:

Swastika Mukherjee gives a befitting reply to mumbai’s film critic Taran Adarsh after he forgot her name

গত প্রায় দু’দশক ধরে টলিউডে চুটিয়ে কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। বহু সুপারহিট সিনেমায় কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রীর সঠিক সময়ে মোক্ষম জবাব দেওয়ার কথাও দর্শকদের অজানা নয়। তবে সেকথা হয়তো জানতেন না জনপ্রিয় ট্রেড বিশেষজ্ঞ তরণ আদর্শ (Taran Adarsh)।

সম্প্রতি স্বস্তিকা অভিনীত এই বলিউড ছবির প্রচার করার সময় অভিনেত্রীর নাম বেমালুম ভুলে যান তরণ। আর ব্যাস, সেই বিষয়টি নজরে পড়তেই তাঁকে পাল্টা টুইট করে একেবারে মোক্ষম জবাব দেন অভিনেত্রী। সম্পূর্ণ বিষয়টি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে।

Swastika Mukherjee

গত সোমবার নেটফ্লিক্সের তরফ থেকে তাদের আগামী একগুচ্ছ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। এর মধ্যে একটি হল অনভিতা দত্ত পরিচালিত সিনেমা ‘কালা’ (Qala)। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলি অভিনেত্রী স্বস্তিকা। ‘বং বিউটি’র সঙ্গেই এই ছবিতে অভিনয় করেছেন প্রয়াত কিংবদন্তি অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান এবং ‘বুলবুল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরি।

Swastika in Qala movie

‘কালা’র মাধ্যমেই বলিউড ডেবিউ হতে চলেছে ইরফান পুত্র বাবিলের। তরণ আদর্শ এই ছবির একটি স্নিকপিক শেয়ার করে লেখেন, ‘কালা, অনভিতা দত্তের পরিচালিত সিনেমার একটি স্নিকপিক। নেটফ্লিক্স ফিল্ম ডে ইভেন্টে ‘ফেরো না নজরিয়া’ গানের একটি ঝলক দেখানো হয়েছে। অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি এবং বাবিল খান, ও এই ছবির মাধ্যমে ডেবিউ করতে চলেছে’।

Taran Adarsh

তরণের এই টুইট দেখা মাত্রই সঙ্গে সঙ্গে তাঁকে ট্যাগ করে পাল্টা দিয়ে একটি টুইট করেন। স্বস্তিকা সেখানে লেখেন, ‘স্যার, আমার নাম স্বস্তিকা মুখার্জি। কালা আমারও সিনেমা। আমি মুম্বইয়ে থাকি না, তবে আমি গত ২২ বছর ধরে কাজ করছি। যদি বড় বড় নামগুলির সঙ্গে আমার ছোট নামটিও উল্লেখ করা হয় তাহলে খুব ভালো হবে। আগেই ধন্যবাদ জানাই’।

Swastika Mukherjee and Taran Adarsh

টলিউড অভিনেত্রীর টুইটটি দেখামাত্রই নিজের ভুল শুধরে নেন তরণ। সঙ্গে সঙ্গে টুইটটি এডিট করে তিনি সেখানে স্বস্তিকার নামও যোগ করে দেন। উলেখ্য, তরণ প্রথম টুইটটি সোমবার ৬:৪১ মিনিটে করেছিলেন। এরপর দ্বিতীয় টুইটটি রাত ১০:১৬ মিনিটে করেন। স্বস্তিকার মোক্ষম জবাব দেওয়ার বিষয়টির বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥