• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমি হাত কাটব না রাখব আমি বুঝব, আপনি রক্ত দিন! ‘অপ্রোয়জনীয়’ প্রশ্নের সপাট উত্তর স্বস্তিকার

স্বস্তিকা মুখার্জি,রক্তদান,ব্লাডমেটস,করোনা ভাইরাস,swastika Mukherjee,blood mates,blood donation,Covid 19,Tollywood

ভালো নেই দেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের (corona virus second wave) জেরে বেহাল দশা ভারতবর্ষের। রোজই রেকর্ড গড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এই অসহায় পরিস্থিতিতে একে অপরের পাশে থাকা ছাড়া উপায় নেই। করোনা মোকাবিলায় তাই এখন যে যেমন ভাবে পারছেন বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। বাদ যাচ্ছেন না তারকারাও।

সৃজিত মুখার্জি থেকে স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika mukherjee) নিরন্তর সোশ্যাল মিডিয়ায় তারা জোগাড় করে দিচ্ছেন কারোর জন্য অক্সিজেন, কারোর জন্য বেড, অথবা কারোর জন্য অর্থ। কাশ্মীর থেকে শ্যুটিং সেরে ফিরেই করোনা যুদ্ধে সামিল হয়েছেন অভিনেত্রী। সময় নষ্ট করেননি বিন্দুমাত্রও।

স্বস্তিকা মুখার্জি,রক্তদান,ব্লাডমেটস,করোনা ভাইরাস,swastika Mukherjee,blood mates,blood donation,Covid 19,Tollywood

এবার স্বয়ং নিজেই তিনি ‘ব্লাডমেটস’ (bloodmates) এর উদ্যোগে সামিল হয়ে দিলেন রক্ত। তিনি একা নন তার সঙ্গে ছিলেন তার বন্ধু ‘ফুডকা’ ইন্দ্রজীৎ লাহিড়ীও। নিজের রক্তদানের ছবি শেয়ার করে ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, ‘কথা তো অনেক দিলেন এবার একটু রক্ত দিন, আর সঙ্গে বন্ধু বান্ধবীদেরও নিয়ে যান। ‘

স্বস্তিকা মুখার্জি,রক্তদান,ব্লাডমেটস,করোনা ভাইরাস,swastika Mukherjee,blood mates,blood donation,Covid 19,Tollywood

তার এই সাধু উদ্যোগকে প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু আচমকা এক নেটিজেন এই রক্তদানের ছবি থেকেই খুঁজে বের করলেন ‘স্বস্তিকার হাতের কাটা দাগ’। এবং কমেন্টে লিখলেন, ‘খুব ভালো লাগল তোমাকে রেসপেক্টও করি, কিন্তু হাতে এত কাটার দাগ কেন’? আর এই প্রশ্ন শোনা মাত্রেই
সপাট জবাব দিলেন অভিনেত্রী। স্পষ্ট জানালেন, “হাতটা আমার কাটবো না রাখবো আমায় ভাবতে দিন, আপনি একটু রক্ত দিয়ে আসুন”।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥