• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘আপনারও শিরদাঁড়াতে জোড় নেই’! মুখ্যমন্ত্রীর স্তুতি করে নেটিজেনদের ক্ষোভের মুখে স্বস্তিকা 

Published on:

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,দুর্গাপুজো কার্নিভাল,Durgapuja Carnival,স্বস্তিকা মুখোপাধ্যায়,Swastika Mukherjee,Troll,ট্রোল

সদ্য শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজো শেষ হলেও তার রেশ কাটেনি, এখনও। আর এখন তো গোটা মাস জুড়েই রাজ্যে পালিত হচ্ছে দুর্গাপুজো। ইউনেসকোর থেকে স্বীকৃতি মেলার পর এখন কলকাতার দুর্গাপুজোর কার্নিভাল জুড়েও থাকে হৈ হৈ-রৈ রৈ ব্যাপার। প্রত্যেক বছরই বাংলার সেলিব্রিটি তারকাদের নিয়ে এক বর্ণাঢ্য সন্ধ্যার আয়োজন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গতকাল অর্থাৎ শনিবার মহা ধুমধাম করে বেরিয়েছিল সেই কার্নিভাল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা এবং সল্টলেক সহ মোট ৯৫ টি দুর্গাপুজা কমিটি শামিল হয়েছিল এই দুর্গাপুজোর কার্নিভালে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দুর্গাপুজোর এই কার্নিভালে (Durgapuja Carnival) হাজির হয়েছিলেন বাংলার বিনোদন জগতের একঝাঁক তারকা, হাজির হয়েছিলেন মিঠাই সিরিয়ালের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু থেকে শুরু করে অঙ্কুশ,ঐন্দ্রিলা,সায়ন্তিকা,তৃণা, রিজওয়ান রাব্বানী শেখ, অদিতি মুন্সি, জুন মালিয়া সহ আরো অনেকে।

Swastika Mukherjee

সবমিলিয়ে একেবারে চাঁদের হাট বসেছিল গতকাল সন্ধ্যায়। সোশ্যাল মিডিয়ার দৌলাতে সেই কার্নিভালের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই। তবে এদিনের কার্নিভালে এক ঝাঁক তারকাদের মধ্যে সবচেয়ে বেশি যিনি নজর কেড়েছেন যিনি, তিনি  হলেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। দেখতে গেলে এবার তিনি প্রথমবারের জন্য যোগ দিয়েছিলেন এই কার্নিভালে। সেই অনুষ্ঠানের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে নিয়েছিলেন স্বস্তিকা।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,দুর্গাপুজো কার্নিভাল,Durgapuja Carnival,স্বস্তিকা মুখোপাধ্যায়,Swastika Mukherjee,Troll,ট্রোল

অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘অনেক বছর পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হলো।গতকালের কার্নিভালে ভীষণ সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি’। এরপরে কলকাতা পুলিশেরও প্রশংসা করে অভিনেত্রী লিখেছিলেন কলকাতা পুলিশও খুব ভালো কাজ করেছেন সেই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর গুণমুগদ্ধ   স্বস্তিকা লিখেছেন তিনি দিদির লড়াকু ক্ষমতার বরাবরই প্রশংসা করেছেন।সেইসাথে অভিনেত্রী জানিয়েছেন  শুভ বিজয়ার শুভেচ্ছা জানালে তাকে চকলেট উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই ছবি তুলে দেওয়ার জন্য পরিচালক রাজ চক্রবর্তীকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন স্বস্তিকা।

মমতা বন্দ্যোপাধ্যায়,Mamata Banerjee,দুর্গাপুজো কার্নিভাল,Durgapuja Carnival,স্বস্তিকা মুখোপাধ্যায়,Swastika Mukherjee,Troll,ট্রোল

এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই তার কমেন্ট সেকশনে বয়ে গিয়েছে কটাক্ষের বন্যা। কেউ প্রকাশ্যে লিখেছেন ‘ছি: ছি: ছি: শেষমেষ আপনিও, এটা আমরা কেউই আশা করিনি!’ কেউ লিখেছেন ‘আপনার তো মেরুদন্ডটা আছে বলেই জানতাম। তাহলে কি আমিভুল জনতাম’?  আবার কেউ সরাসরি তাকে ‘চটি চাটা’  বলে কটাক্ষ করেছেন। আবার একজন স্বস্তিকাকে এক হাত নিয়ে লিখেছেন ‘আমি ভাবতাম আপনার মধ্যে অন্তত সাহস আছে। সত্যিটা বলার প্রতিবাদ করার। কিন্তু দেখছি আমার ধারণা ভুল ছিল। আপনারও অন্যান্য তারকাদের মতোই শিরদাঁড়াতে কোন জোর নেই’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥