• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাণ নাশের হুমকি দিয়ে নগ্ন ছবি ইমেল! নামি প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্বস্তিকার

Published on:

Swastika Mukherjee Film Producer Nacked Picture

টলিউডের (Tollywood) প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। এই মুহূর্তে বাংলার পাশাপাশি স্বস্তিকা দাপিয়ে অভিনয় করছেন হিন্দি সিনেমা জগতেও। এমনিতে স্পষ্টবাদী হিসাবে ইন্ডাস্ট্রি তে যথেষ্ট সুনাম রয়েছে অভিনেত্রীর। তবে এবার সম্পূৰ্ণ অন্য এক কারণে শিরোনামে এলেন অভিনেত্রী।

লাগাতার এক মাস ধরে প্রাণ নাশের হুমকি থেকে স্বস্তিকার ছবি বিকৃত করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন স্বস্তিকা। অভিনেত্রীর অভিযোগের তীর তাঁর আসন্ন সিনেমা ‘শিবপুর’-এর দুই প্রযোজক সন্দীপ সরকার এবং অজন্তা সিংহ রায়ের দিকে।

Swastika Mukherjee New Bridal Photoshoot Video viral on social media

টানা এক মাস ধরে ইমেলে হেনস্থার শিকার হওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই গত মাসেই অর্থাৎ ২১ মার্চ গল্ফ গ্রিন থানায় বিষয়টা জানিয়ে অভিযোগ দায়ের করেছেন স্বস্তিকা। এ বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমেও মুখ খুলেছিলেন অভিনেত্রী।

একটা না একাধিক অভিযোগ জানিয়ে হেনস্থা প্রসঙ্গে এদিন আনন্দবাজার অনলাইনে অভিনেত্রী জানিয়েছেন ‘আমি সহযোগিতা না করলে আমাকে পুলিশে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে আমার নামে অভিযোগ করা হবে। আমেরিকান দূতাবাসে অভিযোগ জানিয়ে আমার ভিসা বন্ধ করা হবে। আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না।’

Swastika Mukherjee in saree

স্বস্তিকা জানিয়েছেন নিজেকে প্রযোজক সন্দীপ সরকারের পরিচিত বলে দাবি করে রবিশ শর্মা নামে এক ব্যক্তি  ই-মেল হুমকি দিয়ে অভিনেত্রীকে বলেছেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল হ্যাক করে, নগ্ন তথা মরফড ছবি দিয়ে দেবেন। উনি সেগুলোকে পর্নসাইটে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু অভিনেত্রীর দোষ টা কোথায়?

Swastika Mukherjee in saree

এপ্রসঙ্গে সন্ধিহান খোদ স্বস্তিকা নিজেই। তবে এপ্রসঙ্গে তিনি বলেছেন ‘আমি জানি না। আমি নাকি ওদের থেকে টাকা চেয়েছি! কিন্তু চুক্তির বাইরে একটা টাকাও আমি নিইনি’। তবে শুধু স্বস্তিকা একা নন প্রাণনাশের হুমকি দিয়ে ইমেল করা হয়েছে তাঁর ম্যানেজারকেও। আসলে স্বস্তিকার ম্যানেজার স্কুটি চালান। ইমেলে তাঁকে অকথ্য ভাষায় লেখা হয়েছে ‘হয়েছে, তুমি তো স্কুটি চালাও, একটা হিট অ্যান্ড রান কেসে দুর্ঘটনা ঘটবে, কেউ জানতে পারবে না।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥