• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্কুলে পড়ার বয়সে মায়ের চরিত্রে অভিনয়! এই ১০ বাংলা টেলি নায়িকার আসল বয়স শুনলে মাথা ঘুরে যাবে

Published on:

Swastika Ghosh to Pallavi Sharma Bengali serial actress real age

সিরিয়ালপ্রেমী মানুষদের মধ্যে বাংলা টেলিভিশনের নায়ক-নায়িকাদের (Bengali Serial Actress) জনপ্রিয়তা দেখার মতো। রোজ টিভির পর্দায় দেখতে দেখতে মিঠাই-খড়িরা এখন যেন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন। তবে অনেক দর্শকই হয়তো জানেন না, পর্দায় মা-শাশুড়ির চরিত্রে অভিনয় করলেও টেলি নায়িকাদের আসল বয়স (Real age) কিন্তু অনেকটাই কম। আজকের প্রতিবেদনে বাংলার জনপ্রিয় ১০ টেলি নায়িকার আসল বয়সের হদিশই তুলে ধরা হল।

পল্লবী শর্মা (Pallavi Sharma)- জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের পর্ণার নামও তালিকায় রয়েছে। বাংলা টেলিভিশনের এই জনপ্রিয় নায়িকা এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে জবার ভূমিকায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন। জানিয়ে রাখি, পল্লবীর আসল মাত্র মাত্র ৩১ বছর।

Pallavi Sharma, Pallavi Sharma age

স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)- স্টার জলসার নম্বর ১ সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। বেঙ্গল টপার এই ধারাবাহিকে দুই মেয়ের মা হয়ে গিয়েছেন অভিনেত্রী। জানিয়ে রাখি, রিল লাইফে সোনা-রূপার মায়ের আসল বয়স মাত্র ১৯।

Swastika Ghosh, Swastika Ghosh age

শ্যামৌপ্তি মুডলি (Shyamoupti Mudly)- স্টার জলসার অত্যন্ত চর্চিত ধারাবাহিক ‘গুড্ডি’তে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন শ্যামপ্তি। সিরিয়ালে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করে আদায় করেছেন দর্শকদের প্রশংসা। পর্দার গুড্ডি তথা শ্যামৌপ্তির আসল বয়স মাত্র ২০ বছর।

Shyamoupti Mudly, Shyamoupti Mudly age

মানালি দে (Manali Dey)- এই মুহূর্তে জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করছেন মানালি। শিমুলের চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন তিনি। জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর বয়স এখন মাত্র ৩৩ বছর।

Manali Dey, Manali Dey age

তিতিক্ষা দাস (Titiksha Das)- ‘ইচ্ছে পুতুল’র মেঘ তথা টেলি অভিনেত্রী তিতিক্ষার পর্দায় বিয়ে হয়ে গিয়েছে। তবে বাস্তবে এই অভিনেত্রীর বয়স কিন্তু খুবই কম। পর্দায় মেঘের বাস্তবের বয়স মাত্র ২০ বছর।

Titiksha Das, Titiksha Das age

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)- বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এক অভিনেত্রী হলেন সৌমিতৃষা কুণ্ডু। দর্শকদের কাছে তাঁর পরিচিতি অবশ্য ‘মিঠাই’ নামে। পর্দায় দুই সন্তানের মা হলেও বাস্তবে সৌমিতৃষার বয়স মাত্র ২৩।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu age

শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)- ‘যমুনা ঢাকি’র যমুনা হোক বা ‘সোহাগ জল’এর জুঁই- শ্বেতা বারবার নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছেন। ইতিমধ্যেই টলিউডেও কাজ করেছেন ফেলেছেন তিনি। সুপারহিট ‘প্রজাপতি’ ছবিতে দেবের নায়িকা হয়েছিলেন শ্বেতা। টেলি দুনিয়ার এই সুন্দরী নায়িকার বয়স মাত্র ৩০।

Sweta Bhattacharya, Sweta Bhattacharya age

শোলাঙ্কি রায় (Solanki Roy)- ‘গাঁটছড়া’ ধারাবাহিকের নায়িকা খড়ি অর্থাৎ অভিনেত্রী শোলাঙ্কি রায় বাংলা টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ। এর আগে ‘ইচ্ছেনদী’, ‘প্রথমা কাদম্বিনী’ সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা। টলিউডেও কাজ করে ফেলেছেন তিনি। পর্দার খড়ির আসল বয়স মাত্র ২৮ বছর।

Solanki Roy, Solanki Roy age

সুস্মিতা দে (Susmita Dey)- ‘অপরাজিতা অপু’, ‘বৌমা একঘর’ খ্যাত সুস্মিতাকে শেষ দেখা গিয়েছে স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে। সদ্য শেষ হয়েছে এই সিরিয়াল। পর্দার ইচ্ছাধারী নাগিন পঞ্চমীর আসল বয়স মাত্র ২৫ বছর।

Susmita Dey, Susmita Dey age

আরাত্রিকা মাইতি (Aratrika Maity)- ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করে আকাশছোঁয়া জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

Aratrika Maity, Aratrika Maity age

মাধ্যমিক পরীক্ষা দিয়ে টেলি দুনিয়ায় ডেবিউ করেছিলেন আরাত্রিকা। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করলেও মিতুলের এখনকার বয়স মাত্র ১৮ বছর।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥